বর্তমান সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে, নতুন নতুন আন্দোলনের ঘোষণা দিয়ে কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ।
গতকাল (৮ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ছাত্রলীগের সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
হানিফ বলেন, বিএনপি চেয়ারপারসনের বক্তব্য অনুযায়ীই নিরপেক্ষ কোনো ব্যক্তি খুঁজে পাওয়া সম্ভব নয়। তাই নির্দলীয়, নিরপেক্ষ ব্যক্তি খুঁজে সময় নষ্ট করার দরকার নেই। আগামী নির্বাচন শেখ হাসিনা সরকারের অধীনে হবে এবং সেটিই মেনে নিতে হবে।
বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবির বিষয়ে হানিফ বলেন, বিএনপিই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নষ্ট করেছে। তাদের এটা নিয়ে কথা বলার কোনো অধিকার নেই।
অনুষ্ঠানে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, যারা শেখ হাসিনার অগ্রগতিকে সহ্য করতে পারে না, তারাই বিভিন্নভাবে ছাত্রলীগের বদনাম করে।
যমুনা টিভি অনলাইন