দুদিন আগে পানি নামলেও এখনো ক্ষত সারেনি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। বন্যার কবলে পড়ে দুর্বিষহ জীবন পার করছে এ অঞ্চলের বেশ কয়েকটি উপজেলার মানুষ। এমন ভয়াবহতার মধ্যেও চট্টগ্রাম-কক্সবাজার রুটে থামেনি ইয়াবা পাচার।
শুক্রবার (১১ আগস্ট) রাতে ক্ষতবিক্ষত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ধরে ইয়াবা পাচারের সময় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
খোরশেদ আলম নামে উখিয়ার পাতাবাড়ি ওই ব্যক্তি আড়াই হাজার ইয়াবা নিয়ে পিকআপ করে যাচ্ছিলেন শহরের পথে। চন্দনাইশের গাছবাড়িয়ার সড়ক ও জনপথ বিভাগের সামনে তার যাত্রাপথে বাগড়া দেয় পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় পাচারের জন্য নেয়া ইয়াবা।
খোরশেদ আলম উখিয়ার পাতাবাড়ি এলাকার আজুমেহেরের ছেলে। পেশায় পিকআপ চালক।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, গাছবাড়িয়ায় সওজের অফিসের সামনে তল্লাশি চালিয়ে ওই পিকআপ চালককে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে আড়াই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ইয়াবাগুলো শহরের পথে নিয়ে যাচ্ছিলেন তিনি। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।