নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সদর রেঞ্জের আওতাধীন চেইন্দা বিট এলাকায় বনভূমি দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করে বনভূমি দখলমুক্ত করা হয়েছে।
বনবিভাগ সূত্রে জানা যায়,গত ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রামুর দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা ঘোনারপাড়ার চিতাখোলায় রোহিঙ্গা রাবি উল্লাহর ছেলে জসিম উদ্দিন, আমান উল্লাহ,মেয়ে পুতুনি ও রোহিঙ্গা কবির আহমদ এর ছেলে আব্দুর রহমান সকলে মিলে বনভূমি দখল করে গভীর রাতে অবৈধভাবে স্হাপনা নির্মাণ করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্হাপনা উচ্ছেদ করে বনভূমি দখলমুক্ত করা হয়েছে।
চেইন্দা বিট কর্মকর্তা গাজী বাহার উদ্দিন বলেন,রাতের আঁধারে বনভূমি দখল করে স্হাপনা নির্মাণের খবর পেয়ে অভিযান চালিয়ে একটি বাঁশের তৈরী ঘর ভেঙ্গে উচ্ছেদ করা হয়েছে।জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা গ্রহণ করা হবে এবং সরকারি বনভূমি দখলকারী যেই হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না।
অভিযানে নেতৃত্ব দেন,বিট কর্মকর্তা গাজী বাহার উদ্দিন সহযোগীতায় ছিলেন বিটের অন্যান্য স্টাফগণ ও হেডম্যান, ভিলেজার সহ বাগানের উপকার ভোগীরাও অভিযানে অংশগ্রহণ করেন।