শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ৩ ভ্যানযাত্রী নিহত

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫




বগুড়া, ২১ ফেব্রুয়ারি – বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানের ৩ যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বালিয়াদিঘী এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে মোজাহার আলী (৬০), একই এলাকার মো. সাইফুলের ছেলে সাদিকুল এবং নওগাঁর সান্তাহারের মৃত মনছুরের ছেলে শহিদুল ইসলাম (৬০)।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার রাত সোয়া ৮টায় দুপচাঁচিয়া বাসস্ট্যান্ডে নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ভ্যানচালকসহ আহত হয়েছেন ৩ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে জানা গেছে, নিহতরা একটি টাইলস কারখানায় কাজ করে অটোভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। মূল সড়কে ওঠার সময় ভ্যানের এক্সেল ভেঙে যায়। এসময় নওগাঁ থেকে বগুড়াগামী গরুবাহী একটি দ্রুতগামী ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। অপর ৩ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা সম্ভব হয়নি বলেও জানান দুপচাঁচিয়া থানার ওসি।



আরো খবর: