বগুড়া, ০৬ ফেব্রুয়ারি – বগুড়ায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। একইসঙ্গে অগ্নিসংযোগ করা হয়েছে জেলা জাসদ (ইনু) ও জাতীয় পার্টি এবং শ্রমিক জোটের কার্যালয়েও।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা শহরের সাতমাথায় টেম্পল রোডে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর ও আসবাবপত্র রাস্তায় নামিয়ে অগ্নিসংযোগ করে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে এসব হামলা ভাঙচুরের পাশাপাশি লুটপাট চললেও রাত ৯টা ১৫ মিনিট পর্যন্ত সেখানে পুলিশ বা ফায়ার সার্ভিসের উপস্থিতি দেখা যায়নি।
ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রথমে বগুড়া শহরের জিরো পয়েন্ট সাত মাথায় শেরপুর রোডে আওয়ামী লীগ জেলা হামলা চালানো হয়।
সেখানে অগ্নিসংযোগের পর সাতমাথায় থাকা জেলা জাসদ (ইনু) ও জাতীয় শ্রমিক জোট কার্যালয়ে হামলা করে ভাংচুর এবং অগ্নিসংযোগ করে একদল মানুষ। পরে শহরের কবি নজরুল ইসলাম সড়কে জাতীয় পার্টি কার্যালয়েও চালানো হয় ভাঙচুর। করা হয় অগ্নিসংযোগ।
ফায়ার সার্ভিসের সিনিয়র উপ-সহকারী পরিচালক আব্দুল জলিল গণমাধ্যমকে বলেন, শহরে অগ্নিসংযোগ করার বিষয়ে তিনি জানেন না। এখন জানার পর কী ব্যবস্থা নিবেন প্রশ্ন করা হলে তিনি বলেন- “দেখি।”
এছাড়া এই বিষয়ে জানতে বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দীনের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। পরে জেলা পুলিশ সুপার জিদান আল মুসাকে কল করা হলে তিনিও ধরেননি।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ০৬ ফেব্রুয়ারি ২০২৫