শিরোনাম ::
কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু উখিয়ার শিক্ষক ইকবাল হত্যার ঘটনায় আটক-১ “নদী ভাঙ্গন ঠেকাও,কোনাখালী বাসীকে বাঁচাও” কক্সবাজারে তরুণদের দক্ষতা উন্নয়নে জেপিটিটিসি’র হাউসকিপিং-প্লাম্বিং ট্রেনিংয়ের উদ্বোধন উখিয়ার সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম-দুর্নীতি! ঈদগাঁওতে বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত সৌদি আরবে গ্যাস বিস্ফোরণে রামুর দুই যুবকের মৃত্যু, স্বজনদের আহাজারি
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ফ্ল্যাট থেকে সংগীত শিল্পী আঁচলের লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
ফ্ল্যাট থেকে সংগীত শিল্পী আঁচলের লাশ উদ্ধার


নয়াদিল্লি, ০৭ মার্চ – ভারতের লোকসংগীত শিল্পী আঁচল প্যাটেলের (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে একটি ফ্ল্যাট থেকে। বুধবার (৬ মার্চ) ভারতের বারানসির উত্তরপ্রদেশের একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

তবে তার পরিবার বলছে তাকে হত্যা করা হয়েছে। তিনি উত্তরপ্রদেশের শিবপুর থানা এলাকায় থাকতেন।

আঁচলের ভাই বিকাশের দাবি, বোনকে তার স্বামী দীপক ও এক নারী মিলে খুন করেছেন। বোনজামাই ও সেই নারীর নামে অভিযোগ জানানো হয়েছে শিবপুর থানায়।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। একই সঙ্গে ঘটনার কারণ সম্পর্কে জানার জন্য তদন্ত করা হচ্ছে।

শিবপুর থানার পুলিশ জানায়, গায়িকা আঁচলের মৃত্যুর ঘটনায় তার স্বামী ও এক নারীকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে পরবর্তীতে কী পদক্ষেপ নেয়া হবে, সেটি নির্ভর করছে ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী। এখন সেই প্রতিবেদনের জন্য অপেক্ষা করা হচ্ছে।

এদিকে পরিবারের দাবি, দীপকের সঙ্গে তিন বছর আগে বিয়ে হয়েছে আঁচলের। তার স্বামী তাকে অত্যাচার করতেন।

আইএ/ ০৭ মার্চ ২০২৪





আরো খবর: