নয়াদিল্লি, ০৭ মার্চ – ভারতের লোকসংগীত শিল্পী আঁচল প্যাটেলের (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে একটি ফ্ল্যাট থেকে। বুধবার (৬ মার্চ) ভারতের বারানসির উত্তরপ্রদেশের একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।
তবে তার পরিবার বলছে তাকে হত্যা করা হয়েছে। তিনি উত্তরপ্রদেশের শিবপুর থানা এলাকায় থাকতেন।
আঁচলের ভাই বিকাশের দাবি, বোনকে তার স্বামী দীপক ও এক নারী মিলে খুন করেছেন। বোনজামাই ও সেই নারীর নামে অভিযোগ জানানো হয়েছে শিবপুর থানায়।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। একই সঙ্গে ঘটনার কারণ সম্পর্কে জানার জন্য তদন্ত করা হচ্ছে।
শিবপুর থানার পুলিশ জানায়, গায়িকা আঁচলের মৃত্যুর ঘটনায় তার স্বামী ও এক নারীকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে পরবর্তীতে কী পদক্ষেপ নেয়া হবে, সেটি নির্ভর করছে ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী। এখন সেই প্রতিবেদনের জন্য অপেক্ষা করা হচ্ছে।
এদিকে পরিবারের দাবি, দীপকের সঙ্গে তিন বছর আগে বিয়ে হয়েছে আঁচলের। তার স্বামী তাকে অত্যাচার করতেন।
আইএ/ ০৭ মার্চ ২০২৪