শিরোনাম ::
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ফ্রান্সে ধর্ষকের জিহ্বা ছিঁড়ে পুলিশকে দিলেন নারী

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
ফ্রান্সে ধর্ষকের জিহ্বা ছিঁড়ে পুলিশকে দিলেন নারী

প্যারিস, ২৪ ফেব্রুয়ারি – যৌন নিগ্রহের শিকার হওয়া এক নারী অভিযুক্ত ব্যক্তির জিহ্বা ছিঁড়ে নিয়েছেন। এরপর প্রমাণস্বরূপ তা পুলিশকে জমা দিয়েছেন। খবর ডেইলি মেইলের।

প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের অ্যাভিগনন শহরে ৫৭ বছর বয়সী ওই নারী তার পোষা কুকুর নিয়ে গত রোববার ভোর ৪টার দিকে হাঁটছিলেন। সেই সময় তাকে এক ব্যক্তি অনুসরণ করা শুরু করে।

অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি ওই নারীর কাছে যায় এবং জোর করে তাকে জড়িয়ে ধরে চুম্বন করার চেষ্টা করে। এমন পরিস্থিতিতে ওই নারী অভিযুক্তের জিহ্বা ছিঁড়ে ফেলে বাড়ি চলে যান। এরপর তিনি তার ছেলেকে নিয়ে থানায় যান। সেখানে যৌন নিগ্রহের প্রমাণস্বরূপ অভিযুক্তের জিহ্বা জমা দেন।

এরপর পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে বলে প্রতিবেদনে বলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি তিউনিশিয়ার নাগরিক এবং তিনি অবৈধভাবে ফ্রান্সে বসবাস করছেন।

ডেইলি মেইল আরও জানিয়েছে, অভিযুক্তকে তাৎক্ষণিক বিচারের মুখোমুখি করা হয়েছে। চলতি সপ্তাহে এর রায় আসবে বলে আশা করা হচ্ছে। তবে অভিযুক্ত ব্যক্তি কর্মকর্তাদের বলেন, ওই নারীই তার ওপর আক্রমণ চালিয়েছে।

সূত্র: আমাদের সময়


আরো খবর: