শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৯:১১ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ফ্রান্সের মায়ানমার বিষয়ক বিশেষ দূতসহ প্রতিনিধি দলের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

শহিদ রুবেল::

ফ্রান্সের মায়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিশ্চিয়ান লেচারভির নেতৃত্বে একটি তিন সদস্যের প্রতিনিধি দল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। প্রতিনিধি দলটি ক্যাম্পে বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শন করেছেন এবং রোহিঙ্গা শরণার্থীদের সাথে মতবিনিময় করেছেন।

রবিবার (১০ নভেম্বর) সকালে প্রতিনিধি দলটি ক্যাম্প-৯ এ অবস্থিত ডাটা রেজিস্ট্রেশন সেন্টার পরিদর্শন করেন। সেখানে তারা রেজিস্ট্রেশন সেন্টারের কর্মীদের সাথে মতবিনিময় করেন এবং কার্যক্রম সম্পর্কে অবহিত হন। উপস্থিত রোহিঙ্গাদের সাথে কথোপকথনে তাদের অভিজ্ঞতা ও সমস্যার কথা শোনেন।

পরে দলটি ডাব্লিউএফপি পরিচালিত ই-ভাউচার ফুড আউটলেট পরিদর্শন করেন এবং রেশন কার্যক্রম সম্পর্কে রোহিঙ্গাদের মতামত নেন। এইছাড়াও ইউনিসেফ পরিচালিত লার্নিং সেন্টারে গিয়েও তারা শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

এরপর প্রতিনিধি দল ক্যাম্প-৫ এ এনজিও ফোরাম পরিচালিত বেকারি শপ এবং ক্যাম্প-২০ এক্সটেনশনে আইওম পরিচালিত রোহিঙ্গা সংস্কৃতি ও শরণার্থী বিষয়ক আলোচনা কেন্দ্র পরিদর্শন করেন।

সেখানে উপস্থিত রোহিঙ্গা নারী-পুরুষের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় অংশ নেন, যেখানে রোহিঙ্গারা মিয়ানমারে তাদের ওপর হওয়া নির্যাতনের বিবরণ তুলে ধরেন।

সবশেষে দলটি আইওম পরিচালিত ইনোভেশন ভ্যালি পরিদর্শন শেষে তাদের কার্যক্রম সম্পন্ন করেন।

প্রতিনিধি দলে অনান্যদের মধ্যে ছিলেন ঢাকাস্থ ফ্রান্স দূতাবাসের ডেপুটি হেড অব মিশন গুইলেম অড্রেন দে কারড্রেল এবং রাজনৈতিক সংযুক্তি এমিলি পালাহোয়ান।
####


আরো খবর: