শিরোনাম ::
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে বয়সসীমা নির্ধারণ করছে ইন্দোনেশিয়া!

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫


জাকার্তা, ১৬ জানুয়ারি – সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের জন্য বয়সসীমা নির্ধারণ করতে যাচ্ছে ইন্দোনেশিয়া।

দেশটির যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, শিশুদের সুরক্ষার জন্য টেক জায়ান্ট কোম্পানিগুলোর ওপর নতুন নির্দেশিকা আরোপ করা হবে। এই নির্দেশিকা অনুযায়ী, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর জন্য সরকার একটি নির্দিষ্ট বয়সসীমা নির্ধারণ করবে।

বুধবার (১৫ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, এই পদক্ষেপের উদ্দেশ্য, সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাব থেকে শিশুদের সুরক্ষা দেওয়া। সরকার এরই মধ্যে প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোদের সঙ্গে আলোচনা করেছে এবং শিগগিরই এ বিষয়ে আইন প্রণয়নের কাজ শুরু করবে।

এমন পদক্ষেপকে দেশটির নাগরিকরা সাধুবাদ জানিয়েছেন। তারা বলছেন, শিশুদের জন্য সোশ্যাল মিডিয়ায় নির্দিষ্ট সীমাবদ্ধতা থাকা উচিত, যাতে তারা ক্ষতিকর কন্টেন্টের শিকার না হয়।

বর্তমানে দেশটির ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে প্রচারিত কন্টেন্ট শিশুদের ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলছে।

সোশাল মিডিয়া নিয়ে এর আগে, অস্ট্রেলিয়া ১৬ বছরের নিচে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করেছিল এবং টেক জায়ান্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছিল।

সূত্র: কালবেলা
আইএ/ ১৬ জানুয়ারি ২০২৫

 



আরো খবর: