সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৫৩ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ফের সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বিজিপির ৮ সদস্যের

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪

কক্সবাজারের টেকনাফের দু’টি সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী’র (বিজিবি) ৮ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

রবিবার (১৪ এপ্রিল) ভোর সাড়ে ৫ টার দিকে হোয়াইক্যংয়ের জিম্বংখালী সীমান্ত পয়েন্ট দিয়ে ৫ জন এবং খারাংখালী পয়েন্ট দিয়ে ৩ জন অনুপ্রবেশ করলে তাদের হেফাজতে নিয়ে যায় বিজিবি।

টেকনাফ ২ বিজিবির একটি সূত্র জানায়, রবিবার ভোরে মিয়ানমারের সরকার ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের মুখে প্রাণের ভয়ে অস্ত্রসহ ৮ জন সদস্য পালিয়ে আসেন। মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর এই ৮ সদস্যকে প্রথমে নিরস্ত্র করে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির হেফাজতে আনে।

পরে তাদের জিম্বংখালী খালী ও খারাংখালী বিওপিতে রাখা হয়। ইতোমধ্যে টেকনাফ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক মিয়ানমার থেকে পালিয়ে আসা সদস্যদের দেখতে বিওপি দুটিতে গিয়েছেন।

তথ্য সূত্র বলছে, মিয়ানমার থেকে পালিয়ে আসা ৮ বিজিপি সদস্যকে হ্নীলা উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে।
###


আরো খবর: