শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৪৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ফুটবলার মিতু এসএসসিতে পেলেন জিপিএ ফাইভ

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
ফুটবলার মিতু এসএসসিতে পেলেন জিপিএ ফাইভ


পঞ্চগড়,২৮ জুলাই – এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে অনূর্ধ্ব ১৭ নারী ফুটবল দলের সদস্য নুসরাত জাহান মিতু জিপিএ-৫ পেয়েছেন। তিনি পঞ্চগড়ের বোদা উপজেলার এক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

এছাড়া বাফুফের ক্যাম্পে থাকা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ৭ জনের মধ্যে চারজন কৃতকার্য হয়েছেন। মিতুর মতো জিপিএ ফাইভ না পেলেও স্বর্ণা রাণী মন্ডল এবং সাথী বিশ্বাস যথাক্রমে ৪.৬১ ও ৪.২৮ জিপিএ পেয়েছেন। ইতি রাণী পেয়েছেন ৩.৭২। ঐশি, যুথি ও স্বপান রাণী কৃতকার্য হতে পারেননি।

বাফুফের ক্যাম্প থেকে বেশ উচ্ছ্বাস প্রকাশ করে মিতু বলেন, আমি ভোকেশনাল (কারিগরি) থেকে পরীক্ষা দিয়েছিলাম। পরীক্ষা ভালোই হয়েছিল ফলে আশা ছিল জিপিএ ফাইভের। তা পেয়েছি, ভালো লাগছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৮ জুলাই ২০২৩





আরো খবর: