শিরোনাম ::
রামুতে সা.কা চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার স্বাক্ষ্যদানকারী আটক রামু প্রেস ক্লাবের জরুরী সভায় সাংগঠনিক সম্পাদকসহ ৫ জন বহিস্কার চকরিয়ায় গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন চকরিয়ায় বন্যহাতির আক্রমণে কাঠুরিয়া নিহত, রাতে জঙ্গল থেকে মরদেহ উদ্ধার টেকনাফে মুক্তিপণে ছাড়া পেল অপহৃত দুইজন অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলারসহ ১১ বাংলাদেশি জেলেকে তুলে নিয়ে গেল আরাকান আর্মি ৩০০ জনের বিরুদ্ধে মামলা, আটক যুবক কারাগারে উখিয়া-টেকনাফের চালের কার্ড অন্য জেলায় হস্তান্তরের পায়তারা, ফুঁসে উঠেছে এলাকাবাসী ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যা ও ভারতে বিতর্কিত ওয়াক্ফ বিল পাসের প্রতিবাদে রামুতে বিক্ষোভ মিছিল চকরিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষক-কর্মচারিদের কর্মবিরতি,
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০৭:১৮ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যা ও ভারতে বিতর্কিত ওয়াক্ফ বিল পাসের প্রতিবাদে রামুতে বিক্ষোভ মিছিল

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

সোয়েব সাঈদ, রামু;:

কক্সবাজারের রামুতে ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর গণহত্যা ও ভারতে বিতর্কিত ওয়াক্ফ বিল পাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রামু ওলামা পরিষদের উদ্যোগে সোমবার (৭ এপ্রিল) বাদ যোহর মিছিলটি রামু বাইপাস চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী চত্বরে বিশাল সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা তাদের দাবির পক্ষে ঈমানদীপ্ত স্লোগানে রাজপথ প্রকম্পিত করেন। মিছিলোত্তর প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেছেন, পুণ্যভূমি ফিলিস্তিনের গাজায় জায়নবাদী ইহুদীবাদী রাষ্ট্র ইসরাইলের বর্বরোচিত হামলা পৃথিবীর ইতিহাসের সব নির্মমতার রেকর্ড ভঙ্গ করেছে। নারী, শিশুসহ হাজার হাজার মুসলমানদের হত্যা করে তারা গাজাকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। তাদের এমন জঘন্যতম হত্যাযজ্ঞে মুসলিম উম্মাহর হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। অপরদিকে ভারতের বিতর্কিত ওয়াক্ফ বিল পাসও মসজিদ-মাদ্রাসাসহ ইসলামী ঐতিহ্য ও নিদর্শনের ওপরে হিন্দুত্ববাদী কর্তৃত্ব প্রতিষ্ঠার গভীর চক্রান্তের অংশ। এমতাবস্থায় ফিলিস্তিন ও ভারতসহ দেশে দেশে মজলুমানের সঙ্কট উত্তরণে জাতিসংঘ, ওআইসি, আরবলীগসহ বিশ্বসভাকে অবিলম্বে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। নেতৃবৃন্দ এ বিষয়ে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান, সেইসাথে মার্কিন, ইসরাইল ও ভারতীয় পণ্য বর্জন এবং তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানান। নেতৃবৃন্দ অবিলম্বে ভারতে বিতর্কিত ওয়াক্ফ বিল বাতিলের জোর দাবি জানান।
রামু ওলামা পরিষদের সভাপতি মাওলানা মোহছেন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের উপদেষ্টা মাওলানা হাফেজ আব্দুল হক। যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সঞ্চালনায় এ সমাবেশে শুরুতে কুরআন তিলাওয়াত করেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হাফেজ শওকত আলী। স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ নিয়ামতুল্লাহ। এছাড়াও বক্তব্য রাখেন, সহ-সাধারণ সম্পাদক, মাওলানা আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেফাজতুর রহমান, অর্থ সম্পাদক মাওলানা আব্দুল হান্নান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা কাযী মোহাম্মদ এরশাদুল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা হুমায়ুন কবির, সহ-ছাত্র ও যুববিষয়ক সম্পাদক মাওলানা অলি উল্লাহ আরজু, বিশ^বিদ্যালয় শিক্ষার্থী বোরহান মাহমুদ, ছাত্রনেতা মাওলানা আতিকুর রহমান প্রমুখ।
সমাবেশে ওয়ায়েজ মাওলানা জসিম উদ্দিন, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ ইয়াকুব, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শহীদুল্লাহ, সহ-দফতর সম্পাদক মাওলানা আব্দুল্লাহ, শিক্ষা ও গবেষণা সম্পাদক মাওলানা এজাজুল করিম শফি, ছাত্র ও যুববিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাওলানা আলমগীর রহমানী, সহ- তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ হোসাইনীসহ আলেম-ওলামা, তাওহিদী জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

###


আরো খবর: