শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ফায়ার সার্ভিসের আরও ৫ সদস্য নিখোঁজ

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ৫ জুন, ২০২২

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি এলাকার বিএম ডিপোতে অগ্নিকাণ্ড ও রাসায়নিক কনটেইনার বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের আরও পাঁচ সদস্য নিখোঁজ রয়েছে।
রোববার (৫ জুন) রাত সাড়ে ৮টায় ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (অপারেশন এন্ড মেনটেইনেন্স) মো. দুলাল মিয়া সিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এই ঘটনায় আমাদের ৫ জন সদস্য নিখোঁজ রয়েছে। হয় তারা ঘটনাস্থলেই মারা গেছে। অথবা তারা কোন হাসপাতালে ছড়িয়ে ছিটিয়ে চিকিৎসা নিচ্ছেন। তাছাড়া আমাদের ৯ জন সদস্য মারা গিয়েছেন।

ফায়ারের মহাপরিচালক বলেন, ভেতরে একটা নীল কনটেইনার আছে। সেটার ভেতরে রাসায়নিক পণ্য আছে। তাই আমরা শংকামুক্ত নই। আমরা আগে আগুন নেভানোটাকেই অগ্রাধিকার দিচ্ছি।


আরো খবর: