ঢাকা, ০২ জানুয়ারি – নির্বাচনী জনসভায় যোগ দিতে ঢাকা থেকে ফরিদপুরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে রওয়ানা হন তিনি।
বিকেলে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন শেখ হাসিনা। দলীয় প্রধানকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ক্ষমতাসীন দল।
সমাবেশে ফরিদপুরের চারটি সংসদীয় আসনে আওয়ামী মনোনীত প্রার্থীরাই থাকবেন বলে জানা গেছে, যাদের দলীয় সভাপতির পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।
আওয়ামী লীগ সভাপতির নির্বাচনী প্রচারণা ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।
ফরিদপুর শহরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবশেষ যান ২০১৭ সালের ২৯ মার্চ। ওইদিন বিকেলে তিনি এ রাজেন্দ্র কলেজ মাঠেই বক্তব্য দেন।
সূত্র: জাগো নিউজ
আইএ/ ০২ জানুয়ারি ২০২৪