বাংলাদেশ—মিয়ানমার সীমান্তের পয়েন্ট দিয়ে প্রতিনিয়ত আসছে ইয়াবা, মাদক, স্বর্ণ ও ক্রিস্টাল মেথ বা আইস। এসব পাচার বন্ধে সীমান্তে অভিযান অব্যাহত রেখেছে বিজিবি।
তারই ধারাবাহিকতায় গেল মাসে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)’র সদস্যরা গত ১ জানুয়ারি হতে ২৮ জানুয়ারি পর্যন্ত চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল ৪৮ কোটি ৯৮ লাখ ৭৮ হাজার ৭’শ টাকা মূল্যের ১৬ লক্ষ ৩২ হাজার ৯২৯ পিস ইয়াবা এবং ৭০ কোটি টাকা মূল্যের ১৪ কেজি ক্রিস্টাল মেথ আইস সহ মোট ১১৮ কোটি ৯৮লাখ ৭৮ হাজার ৭’শ টাকা মাদকদ্রব্য এবং ১৪ জন আসামী আটক করতে সক্ষম হয়।
উল্লেখ্য, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্সথ নীতি ঘোষণার প্রেক্ষিতে করোনা ভাইরাসের মহামারির মধ্যেও বিজিবি তাদের নিজ কর্তব্যে অটুট থেকে দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে যাচ্ছে।