শিরোনাম ::
পেকুয়ায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জনকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

প্রস্মিতাকে বিয়ে করে অনুপম বললেন ‘নতুন করে’

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ৩ মার্চ, ২০২৪
প্রস্মিতাকে বিয়ে করে অনুপম বললেন ‘নতুন করে’


কলকাতা, ০৩ মার্চ – শনিবার (২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বিয়ের একটি ছবি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন অনুপম। ক্যাপশনে গায়ক লেখেন, ‘নতুন করে’।

ছবিতে দেখা যায়, গোলাপি বেনারসি শাড়ির সঙ্গে গয়না ও হালকা মেকআপে নিজেকে সাজিয়েছেন প্রস্মিতা পাল। অপরদিকে অনুপমকে দেখা গেছে পাঞ্জাবিতে একদম সাদামাঠাভাবেই।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা গেছে, ২ মার্চ বিয়ের কথা থাকলেও অনুপম বিয়ে করেন ১ মার্চ। তবে কথা অনুযায়ী, শনিবার (২ মার্চ) সন্ধ্যায় দক্ষিণ কলকাতার এক ক্লাবে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়। সেই আয়োজনে হাস্যোজ্জ্বল ভঙ্গিমায় ক্যামেরার সামনে ধরা দিলেন নবদম্পতি।

অনুপম এবং প্রশ্মিতার রিসেপশন
দক্ষিণ কলকাতার একটি অভিজাত ক্লাবে শনিবার বিকেলে তাদের রিসেপশন হয়। সেখানে উপস্থিত ছিলেন টালিউডের এক ঝাঁক তারকা। চন্দ্রবিন্দুর উপল সেনগুপ্ত, অনিন্দ্য চট্টোপাধ্যায়, চন্দ্রিল ভট্টাচার্য, লোপামুদ্রা মিত্র, জয় সরকার, সৃজিত মুখোপাধ্যায়, প্রবুদ্ধ রাহা, অনুপম রায়ের ব্যান্ডের সদস্যরা প্রমুখ উপস্থিত ছিলেন।

এটি অনুপমের তৃতীয় বিয়ে। এর আগে ২০২১ সালে অনুপমের দ্বিতীয় স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। তারপর গত বছর ২৭ নভেম্বর পিয়াকে বিয়ে করেন অভিনেতা, পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। অন্যদিকে প্রশ্মিতারও এটি দ্বিতীয় বিয়ে।

অনুপম ও প্রস্মিতার আলাপ পরিচয় বহু বছরের। যদিও এতদিন ছিল কেবলই পেশাগত আলাপ। তারপর বন্ধুত্ব এবং সেখান থেকেই প্রেম। এবার স্বামী-স্ত্রী হলেন তারা। প্রস্মিতা-অনুপমের প্রেমের জল্পনাটা অনেক দিন ধরেই চলছিল। অবশেষে ফেব্রুয়ারির শেষে সেটা স্বীকার করে নেন অনুপম।

আইএ/ ০৩ মার্চ ২০২৪





আরো খবর: