শিরোনাম ::
সিএ বাংলাদেশ কাপ গলফ টুর্নামেন্ট সফলভাবে কক্সবাজারে সম্পন্ন রানির বেডরুমে কি করছিলেন গোবিন্দ? ‘প্রপোজ ডে’-তে পরীমণির ‘সঠিক মানুষ’ নিয়ে আক্ষেপ গুম, খুন হবেনা এমন বাংলাদেশের জন্যেই প্রাণ দিয়েছে তরুণেরা-সালাহউদ্দিন আহমেদ টেকনাফ স্থলবন্দর পরিদর্শনে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ৭১ জাতি শুধু একটা পতাকা পেয়েছে, নাগরিক স্বাধীনতা পায়নি ঘুমধুমে স্থল বন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে: ঘুমধুমে নৌ উপদেষ্টা আবারো রোহিঙ্গা অনুপ্রবেশ, নারী-শিশুসহ আটক ৩৩ আগে বিচার তারপর অন্য কাজ-কক্সবাজারে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান ২১ ফেব্রুয়ারি থেকে এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত গতিতে গাড়ি চালালেই মামলা
রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

‘প্রপোজ ডে’-তে পরীমণির ‘সঠিক মানুষ’ নিয়ে আক্ষেপ

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫


ঢাকা, ০৮ ফেব্রুয়ারি – ব্যক্তিজীবন নিয়ে ঢাকাই সিনেমার নায়িকাদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম পরীমণি। বিশেষ করে এই নায়িকার প্রেম-বিচ্ছেদ ছিল সবসময়ই সংবাদের শিরোনামের কারণ।

জীবনে একাধিকবার প্রেমে পড়েছেন পরীমণি। সংসারও পেতেছিলেন কয়েকবার। কিন্তু কোনো সম্পর্কই স্থায়ী হয়নি। যে কারণে জীবনে ‘সঠিক মানুষ’ না-চেনার আক্ষেপ রয়ে গেছে এই অভিনেত্রীর।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ব প্রপোজ ডে। এদিন পরীমণির কণ্ঠে শোনা গেল, জীবনে ‘সঠিক মানুষ’ না চেনার আক্ষেপ।

এক স্ট্যাটাসে পরীমণি লিখেছেন, নিজের জীবনের কিছু গোপন তথ্য: সঠিক মানুষের কাছে থাকলেই আপনি নিরাপদ থাকবেন। নয়তো আপনার জীবন নানা সমস্যায় জর্জরিত হবে। আপনার জীবনের খুশিকে কে বা কারা অতি সহজে মারতে পারবে জানেন? আমার নিজের জীবন থেকে অর্জন করা তিনটি জিনিস-

১. আপনার একাউন্টের সমস্ত হিসাব যার কাছে থাকবে।

৩. আপনি যে বা যাদের খুব কাছের মানুষ বলে জানবেন।

ব‍্যাস, এতেই আপনার জীবন উদ্ধার হয়ে যাবে যদি না সেই মানুষ বা মানুষেরা সঠিক না হয়।

সবশেষ পরীমণি লিখেছেন, ‘আপনি ভুল মানুষে বিশ্বাস, ভরসা করবেন, মারা খাইলে তাদের দোষ দেবেন এটা তো ঠিক না বস! তাই সমস্ত সমস্যা আপনারই।’

নতুন বছরে পরীমণি ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং শেষ করেছেন। এই সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতির পর সাইমন সাদিকের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তিনি। পাশাপাশি নতুন আরও একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী। নতুন বছর ‘গোলাপ’ সিনেমায় নিরব হোসাইনের বিপরীতে দেখা যাবে তাকে।

আইএ/ ০৮ ফেব্রুয়ারি ২০২৫



আরো খবর: