শিরোনাম ::
প্রধান উপদেষ্টাকে ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ ৮০ লাখ টাকার গাড়ি চুরি, ফের আইনি জটিলতায় শিল্পা শেঠি ভিসার বিষয়ে খালেদা জিয়াকে সহযোগিতা করবে সরকার রুপার দামেও রেকর্ড, বৃহস্পতিবার থেকে কার্যকর রাজনৈতিক দলের গোলামি করলে প্রজাতন্ত্রের চাকরি করতে পারবেন না মন্নতে বিরাট পার্টির আয়োজন করছেন শাহরুখ, অতিথি তালিকায় কারা? পেকুয়ায় গাড়ি পোড়ানো মামলায় ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জন খালাস মাতামুহুরী নদীর তীরের সবজি খেত থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার উখিয়ার ইতিহাসে প্রথম নারী এসিল্যান্ড যারীন তাসনিম তাসিন চকরিয়ায় হাটবাজারে ভ্রাম্যমাণ আদালত মাছ-মাংস ও তরকারি দোকানীকে জরিমানা
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৯:২৩ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

প্রধান উপদেষ্টাকে ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪


ঢাকা, ৩০ অক্টোবর – আগামী ডিসেম্বরে মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত হবে ডি-৮ সম্মেলন। এতে অংশগ্রহণের জন্য মিশর বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসির আমন্ত্রণপত্রটি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি।

রাষ্ট্রদূত ফাহমি জানিয়েছেন, তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান এবং নাইজেরিয়াসহ কমপক্ষে পাঁচটি দেশের সরকারপ্রধানরা এরইমধ্যে সম্মেলনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন। সম্মেলনের গুরুত্বপূর্ণ একটি সাইডলাইন বৈঠকে ফিলিস্তিনিদের ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সহায়তার উপায় নিয়ে আলোচনা হবে।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে গণতান্ত্রিক রূপান্তরের প্রচেষ্টায় সমর্থন জানানোর জন্য রাষ্ট্রদূত মিশরের সমর্থন প্রকাশ করেন। ড. ইউনূস এই সমর্থনকে স্বাগত জানিয়ে বলেন, ওআইসি এবং ডি-৮ এর মতো আন্তর্জাতিক ফোরামে মিশর ও বাংলাদেশ একসঙ্গে কাজ করবে বলে তিনি আশাবাদী।

প্রধান উপদেষ্টা সম্মেলনে যোগদানের বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে ইঙ্গিত দেন।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ৩০ অক্টোবর ২০২৪

 



আরো খবর: