শিরোনাম ::
উখিয়ায় সাংবাদিকদের নিয়ে ডিএসকে এর নারী ও শিশু সুরক্ষা বিষয়ক কর্মশালা প্রক্টরকে লাঞ্ছিত ও ধর্ম অবমাননার অভিযোগে চবির ১২ শিক্ষার্থী বহিষ্কার আয়নাঘরও আন্তর্জাতিকভাবে নথিভুক্ত হবে – DesheBideshe পেকুয়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীর ধর্ষণ মামলা! বদি এখন কাশিমপুরে, দ্বিতীয় দফায়ও আনা গেল না চট্টগ্রামে ট্রাম্প-পুতিনের ফোনালাপ, রাশিয়া বলছে ইউরোপের সময় শেষ রামুতে সড়ক দুর্ঘটনায় হতাহত ৩ বহু নারীর সঙ্গে সম্পর্ক, কতজনের মন ভেঙেছিলেন অক্ষয়? আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জেমসের কনসার্ট, সবার জন্য উন্মুক্ত কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করছেন নিয়োগ স্থগিত হওয়া প্রাথমিকের শিক্ষকরা
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১৫ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

প্রধানমন্ত্রীর আসনে প্রার্থী দেয়নি জাতীয় পার্টি

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩


ঢাকা, ২৭ নভেম্বর – আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ আসনে প্রার্থী দেয়নি জাতীয় পার্টি (জাপা)।

আজ সোমবার (২৭ নভেম্বর) বিকেলে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় পার্টি মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

এদিন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৮৯ আস‌নে প্রার্থী ঘোষণা ক‌রে‌ছে জাপা। বাকি আসনগুলো ফাঁকা রাখা হয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ একটি।

এদিকে ঘোষিত তালিকায় দেখা গেছে, দলটির পৃষ্ঠপোষক রওশন এরশাদের আসন ফাঁকা রাখা হয়েছে।

এ ছাড়া তালিকায় জায়গা পাননি বর্তমান তিন এমপি। তারা হলেন- রংপুর-১ আসনের সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা, পিরোজপুর-৩ আসনের রুস্তম আলী ফরাজী ও রংপুর-৩ আসনের সাদ এরশাদ।

ঘোষিত তালিকায় দেখা যায়, রংপুর-১ আসনে মনোনয়ন পেয়েছেন জাতীয় যুব সংহতির সভাপতি এইচ এম শাহরিয়ার আসিফ। পিরোজপুর-৩ আসনে পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মাশরেকুল আজম রবিকে মনোনয়ন দেওয়া হয়েছে। সাদ এরশাদের আসনে মনোনয়ন নিয়েছেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

এ বিষয়ে মো. মুজিবুল হক চুন্নু বলেন, মসিউর রহমান রাঙ্গা দল থেকে আগেই বহিষ্কৃত। রুস্তম আলী ফরাজী অনেকদিন দলে আসেন না, তার সঙ্গে দলের সম্পৃক্ততা নেই। এ ছাড়া দলে কেউ বিদ্রোহী প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা নেব।

সূত্র: কালবেলা
আইএ/ ২৭ নভেম্বর ২০২৩


আরো খবর: