শিরোনাম ::
পেকুয়ায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জনকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

প্রথম নাটকে কত পারিশ্রমিক পেয়েছিলেন মেহজাবীন

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫


ঢাকা, ২৬ ডিসেম্বর – অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন। বিভিন্ন নাটকে নিয়মিত অভিনয়ের পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন।

এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, কীভাবে তিনি অভিনয়ের সঙ্গে যুক্ত হয়েছেন। প্রথম নাটকে অভিনয় করে কত টাকা আয় করেছেন। সঙ্গে পুরনো স্মৃতির কথা বলেছেন।

মেহজাবীন বলেন, ‘ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপাড়ে’ এ নাটকে অভিনয় করে আমার প্রথম আয় ছিল ১৫ হাজার টাকা। আমি অনেক বেশি টেনশনে ছিলাম কারণ ফাহমি ভাই যেভাবে কাজ করেন সেখানে কোনো স্ক্রিপ্ট থাকেনা।’

নাটকে অভিনয়ে প্রসঙ্গে তার ভাষ্য, ‘কোনো ধরনের অভিজ্ঞতা নেই একদম দুর্বল। স্ক্রিপ্ট নেই, কী ঘটতে যাচ্ছে জানি না। শুধু জানতাম একটা নাটক কিন্তু গল্প কী কীভাবে এটা শুট হবে কিছুই জানতাম সা। এটা নিয়ে পরে অনেকে হাসাহাসি হয়েছে। আমাকে দেখে তারা বলেছে এ মেয়েকে দিয়ে হবে না।’

অভিনেত্রীর কথায়, ‘আমি প্রথম নাটকে অভিনয়ে করার পর সে সময় খুব সিরিয়াস ছিলাম না। কাজটা এক ধরনের চাপ দিয়ে করানো হয়। আমি তখন ছোট এবং আমার কোনো আগ্রহ ছিল না অভিনয়ে। অভিনয় করার আগে লাক্স চ্যানেল আই সুপারস্টার অ্যাওয়ার্ড জিতেছিলাম। এরপর আমি চট্টগ্রাম মামার বাসা চলে গিয়েছিলাম কাউকে না বলে।’

‘শুধু কল আসতো কোথায় কোথায়। এভাবে তো চলে গেলে হবে না কাজ করতে হবে। তখন আমাকে প্রথম এ কাজটা দেওয়া হয় যে ২১ ফেব্রুয়ারির জন্য একটা নাটক করতে হবে যে। আমি অনেক ভাবে বলি যে আমি পারবো না। আমি কোনো নাটক করতে চাই না। তারপর কোনো একভাবে কাজটা করা হয়।’

শেষে তিনি বলেন, ‘আমাকে যখন কেউ বুঝতে পারে না তখন আমার মেজাজ খারাপ হয়। আমি আসলে এমন একটা মানুষ আমার মনে হয় কি আমার আশে-পাশে যারা আছেন। যারা অনেকদিন থেকে আমার সঙ্গে কাজ করছেন। কিংবা পরিবারের সদস্য বন্ধুবান্ধবরা। তাদেরকে আমার কেন কোনো কিছু বলতে হবে। তারা তো সব বুঝবে।’

আইএ/ ২৬ ডিসেম্বর ২০২৪

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::প্রথম নাটকে কত পারিশ্রমিক পেয়েছিলেন মেহজাবীন first appeared on DesheBideshe.



আরো খবর: