শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১২ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

প্রথমবারের মতো মোংলা বন্দর থেকে পণ্য পরিবহন হচ্ছে রেলপথে

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫




বাগেরহাট, ২১ ফেব্রুয়ারি – মোংলা বন্দর দিয়ে শুরু হয়েছে রেলে পণ্য পরিবহন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ৩০ ওয়াগনে এক হাজার ৫০ টন চিটাগুড় সিরাজগঞ্জের বাঘাবাড়িতে নেওয়া হয়। বাকিগুলো ধাপে ধাপে নেওয়া হবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মো. মাকরুজ্জামান জানান, ৬ ফেব্রুয়ারি পানামা পতাকাবাহী এমটি ডলফিন-১৯ জাহাজে করে পাঁচ হাজার ৫০০ টন চিটাগুড় আমদানি হয়। এরপর সেই পণ্য খালাস করে মোংলা বন্দরের ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেডে সংরক্ষণ করা হয়েছিল। সেখান থেকে শুক্রবার দুপুর হতে রেলে করে সিরাজগঞ্জের বাঘাবাড়ির ডিপোতে নেওয়া শুরু হয়।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২১ ফেব্রুয়ারি ২০২৫



আরো খবর: