শিরোনাম ::
কাল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশে ৩ লাখ মানুষের সমাগমের প্রত্যাশা প্রতিবন্ধী স্কুলের স্বীকৃতি-এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের অবস্থান হেনার মেয়ের আবদার ফেলতে পারেননি বকুল! প্রতিমাসে ভাতা পাবে গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত সেনাপ্রধান শুক্রবার থেকে সম্পূর্ণ বন্ধ হচ্ছে বেক্সিমকোর ১৪ প্রতিষ্ঠান প্রথম প্রেমিক প্রাক্তন নয়, সে আমার শত্রু সোনারগাঁয়ে বেড়াতে এসে সড়কে প্রাণ গেল দুই বন্ধুর সাত বছর পর আজ বিএনপির উৎসবমুখর বর্ধিত সভা ছাত্রদের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা বেসরকারি শিক্ষার্থীদের
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

প্রতিবন্ধী স্কুলের স্বীকৃতি-এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের অবস্থান

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫


ঢাকা, ২৭ ফেব্রুয়ারি – এমপিওভুক্তিসহ পাঁচ দফা দাবি নিয়ে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষকরা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে শিক্ষকরা পাঁচ দফা দাবি জানান।

বক্তারা বলেন, স্বীকৃতি ও এমপিও না হওয়ার ফলে শিক্ষক-কর্মচারীরা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন, যা প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষাক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলছে। সে কারণে অনতিবিলম্বে সব অটিস্টিক ও প্রতিবন্ধী ব্যক্তিদের বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তি নিশ্চিত করতে হবে।

পাঁচ দফা দাবি তুলে ধরে শিক্ষকরা বলেন, আমাদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে অনতিবিলম্বে অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তি নিশ্চিত করতে হবে। বিদ্যালয়ের প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো সুনিশ্চিত করতে হবে। বিশেষ শিক্ষার্থীদের ন্যূনতম শিক্ষা ভাতা ৩ হাজার টাকা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের মিড-ডে মিলসহ শিক্ষা উপকরণ, খেলাধুলা সরঞ্জাম দেওয়া এবং থেরাপি সেন্টার বাস্তবায়ন করতে হবে। ছাত্রছাত্রীদের ভোকেশনাল কারিকুলামের আওতায় কর্মসংস্থান সৃষ্টি ও পুনর্বাসন সুনিশ্চিত করতে হবে।

অবস্থান কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় দুই শতাধিক শিক্ষক অংশ নেন।



আরো খবর: