শিরোনাম ::
কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু উখিয়ার শিক্ষক ইকবাল হত্যার ঘটনায় আটক-১ “নদী ভাঙ্গন ঠেকাও,কোনাখালী বাসীকে বাঁচাও” কক্সবাজারে তরুণদের দক্ষতা উন্নয়নে জেপিটিটিসি’র হাউসকিপিং-প্লাম্বিং ট্রেনিংয়ের উদ্বোধন উখিয়ার সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম-দুর্নীতি! ঈদগাঁওতে বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত সৌদি আরবে গ্যাস বিস্ফোরণে রামুর দুই যুবকের মৃত্যু, স্বজনদের আহাজারি
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

প্রতিদ্বন্দ্বী হিসেবে ট্রাম্পকে না পেলে নির্বাচনে লড়তে চান না বাইডেন!

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
প্রতিদ্বন্দ্বী হিসেবে ট্রাম্পকে না পেলে নির্বাচনে লড়তে চান না বাইডেন!


ওয়াশিংটন, ০৬ ডিসেম্বর – পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্প যদি ২০২৪ সালে হোয়াইট হাউসের জন্য প্রতিদ্বন্দ্বিতা না করেন, তাহলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পুনরায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, সেটি নিশ্চিত নয়। মঙ্গলবার দেশটির রাজনৈতিক দল ডেমোক্র্যাটসের নির্বাচনী তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় এমন মন্তব্য করেছেন জো বাইডেন।

বোস্টনে নির্বাচনী তহবিল সংগ্রহের অনুষ্ঠানে ডেমোক্র্যাটিক দাতাদের উদ্দেশ্যে জো বাইডেন বলেন, ‘‘যদি ট্রাম্প প্রতিদ্বন্দ্বিতা না করেন, তাহলে আমিও প্রতিদ্বন্দ্বিতা করবো কি না সেটি নিশ্চিত নয়।’’

তিনি বলেন, তবে আমরা তাকে (ডোনাল্ড ট্রাম্প) জয়ী হতে দিতে পারি না। দেশের মঙ্গলের জন্যই আমরা এটা হতে দিতে পারি না।

বক্তৃতায় বাইডেন বলেন, ২০২০ সালের নির্বাচনের তুলনায় ২০২৪ সালে মার্কিন গণতন্ত্র বেশি ঝুঁকিতে থাকবে। মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, তিনি একজন নির্বাচন অস্বীকারকারী প্রধানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জো বাইডেন বলেন, এমনকি বলটিও আর লুকাচ্ছেন না ট্রাম্প। তিনি সাধারণভাবেও বলটি লুকাচ্ছেন না। তিনি এই বলে গর্ব করেন যে, তিনি রো ভি. ওয়েডকে তার নিযুক্ত আদালতের মাধ্যমে হত্যা করেছেন। অ্যাফোর্ডেবল কেয়ার আইন থেকে মুক্তি পেতে তিনি আবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কী ধরনের ঝুঁকি রয়েছে, তার ব্যাখ্যায় জো বাইডেন বলেন, ট্রাম্প এবং তার মাগা (মেইক আমেরিকা গ্রেট এগেইন) রিপাবলিকানরা ‘‘আমেরিকান গণতন্ত্র ধ্বংস করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ।’’

‘‘জো বাইডেন আমেরিকান গণতন্ত্র ধ্বংস’’ করছেন বলে গত শনিবার দেশটির আইওয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনী সমাবেশে অভিযোগ করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন অভিযোগের পর জো বাইডেন আগামী নির্বাচনে রিপাবলিকান দলীয় সম্ভাব্য প্রার্থী ট্রাম্পের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করলেন।

ট্রাম্প বলেছিলেন, জো বাইডেন আমেরিকান গণতন্ত্রের রক্ষক নন। জো বাইডেন আমেরিকান গণতন্ত্র ধ্বংসকারী। এটা তিনি এবং তার লোকজনই করছেন। তারা আমেরিকান স্বপ্নের ধ্বংসকারী। তাদের অফিসে আমেরিকান স্বপ্ন মারা গেছে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৬ ডিসেম্বর ২০২৩





আরো খবর: