শিরোনাম ::
পোশাকে লেখায় ৮০ ছাত্রীকে বাড়ি পাঠানো হলো শার্ট ছাড়াই ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি ইউরোপীয় ইউনিয়ন প্রধান থানা থেকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতাকে ফের ধরল পুলিশ রিজার্ভ চুরির ৮০% অর্থ ফেরত এসেছে লস অ্যাঞ্জেলেসের দাবানল থেকে পালিয়ে আসার ‘নারকীয়’ অভিজ্ঞতা দ্বিতীয় চালানে ভারত থেকে এলো ২৭ হাজার টন চাল বাড়ি বাড়ি ভোটার হালনাগাদে প্রশিক্ষণ ব্যয় ১০ কোটি টাকা পেকুয়ায় জামায়াত ইসলামির দাওয়াতি প্রোগ্রাম ও পথসভা দ্রুতই ‘রোডম্যাপ’ দিয়ে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে চায় সরকার মহেশখালীতে পুলিশের অভিযানে হত্যা ও অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪ 
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

প্রজাতন্ত্র দিবসে ভারত যাচ্ছেন না বাইডেন

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
প্রজাতন্ত্র দিবসে ভারত যাচ্ছেন না বাইডেন


নয়াদিল্লি, ১২ ডিসেম্বর – ভারতের আসন্ন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের যাওয়ার সম্ভাবনা নেই বলে জানা গেছে। এর আগে জানুয়ারির শেষে প্রজাতন্ত্র দিবস উদযাপনে তাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিল ভারত সরকার।

কিন্তু মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিষয়টি সম্পর্কে অবহিত ভারতের একটি সরকারি সূত্র জানিয়েছে, সম্ভবত ভারত সফরে যাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট।

গত সেপ্টেম্বর মাসে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি জানিয়েছিলেন, আগামী বছরের ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হওয়ার জন্য প্রেসিডেন্ট বাইডেনকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ভারতের পক্ষ থেকে এই আমন্ত্রণ জানানো নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি।

এদিকে জানুয়ারি মাসেই নয়া দিল্লিতে কোয়াড শীর্ষ সম্মেলন আয়োজন করার পরিকল্পনা করেছিল ভারত। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিতে বাইডেন যখন ভারতে আসবেন, সেই সময়ই যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার এই চতুর্দেশীয় নিরাপত্তা সংগঠনের পরবর্তী শীর্ষ সম্মেলন আয়োজন করা হবে বলে ঠিক করেছিল নয়া দিল্লি।

কিন্তু এখন বাইডেনের সফর বাতিল হওয়ায় সেই শীর্ষ সম্মেলনও আপাতত স্থগিত রাখা হচ্ছে। পরবর্তী কোয়াড শীর্ষ সম্মেলন ভারতেই হবে বলে জানিয়েছে সূত্র। তবে জানুয়ারির শেষের বদলে, শীর্ষ সম্মেলন হবে ২০২৪-এর শেষের দিকে।

ঠিক কী কারণে আসতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট, সেই বিষয়ে এখনো কিছু জানা যাচ্ছে না। তবে সূত্র জানিয়েছে, পূর্ব নির্ধারিত বিভিন্ন অনুষ্ঠানের কারণেই ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ও জানুয়ারিতে কোয়াড শীর্ষ সম্মেলনে যোগ দেওয়া সম্ভব হচ্ছে না বাইডেনের পক্ষে।

তাছাড়া অস্ট্রেলিয় জাতীয় দিবস থাকায়, ওই সময় ভারতে এসে কোয়াড সম্মেলনে যোগ দেওয়া অজি প্রধানমন্ত্রী অ্যান্টনি আলাবানিজের পক্ষেও কঠিন ছিল। গত মে মাসে জাপানে জি৭ শীর্ষ সম্মেলন চলাকালীনই কোয়াড নেতাদের বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, পরবর্তী কোয়াড শীর্ষ সম্মেলন আয়োজন করবে ভারত।

সরকারি সূত্রে জানানো হয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে, সম্মেলন আয়োজনের বিকল্প তারিখের খোঁজ চলছে। যে দিনগুলোর বিবেচনা করা হচ্ছিল, সেগুলোতে কোয়াড অংশীদারদের সমস্যা রয়েছে।

মূলত ভারত-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলকে নিরাপদ এবং সবার জন্য উন্মুক্ত রাখার লক্ষ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়া এই চার দেশীয় নিরাপত্তা গোষ্ঠী তৈরি করেছে। চলতি বছরের ২০ মে জাপানের হিরোশিমায় ২০২৩ সালের শীর্ষ সম্মেলন হয়েছিল।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১২ ডিসেম্বর ২০২৩





আরো খবর: