মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

প্রকাশিত ফেইসবুক পোস্ট কিংবা সংবাদের তীব্র প্রতিবাদ

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

গতকাল ৩ মার্চ, সোমবার মহেশখালী নিউজ (Moheshkhali New) নামক একটি ফেইসবুক পেইজ থেকে “লাল কুত্তা শেয়ালের ভাই” শিরোনামে প্রকাশিত আপত্তিকর লেখা কিংবা সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে।

সংবাদে আমাকে জড়িয়ে এবং আমার ছবি ব্যবহার করে যে তথ্য উপস্থাপন করা হয়েছে তা খুবই দুঃখজনক ও মানহানিকর। যা আমার প্রকৃত জীবনের সাথে কোন প্রকার সম্পৃক্ততা নেই ও ছিলনা।

মূলত আমি সুনামের সহিত দীর্ঘদিন ধরে ভুট্টা, সয়াবিন তেল, চিনিসহ বিভিন্ন খাদ্য পণ্য এক্সপোর্ট-ইমপোর্ট এর ব্যবসা করে আসছি। আমার এই ব্যবসা নিয়ে দেশে-বিদেশে যতেষ্ট পরিমান পরিচিতি ও ব্যবসায়িক সুনাম আর্জন করি। এই অর্জন এবং সফলতা সহ্য করতে না পেরে একটি স্বার্থনেষী কুচক্রী মহল আমাকে বানিয়েছে শুটকি ব্যবসায়ি ও ইয়াবা ব্যবসায়ি। যা জঘন্যতম অপবাদ ও অপরাধ। যা আমার জীবনের সাথে কখনো সম্পৃক্ত ছিল না।

পাশাপাশি আমার ভাইয়ের বিরুদ্ধেও দেয়া হয়েছে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট তথ্য। মূলত আমার ভাই কক্সবাজার পর্যটন এলাকায় আচার ও চকলেট এর দোকান করে তার জীবিকা নির্বাহ করে থাকে। এছাড়া আমার পিতার নামও বিক্রিত করে চরমভাবে সম্মানহানি করা হয়েছে। যা খুবই দুঃখজনক।

যে কাজ কোন মাদকাসক্ত ছাড়া সুস্থ মানুষের পক্ষে সম্ভব না। এই সংবাদ নিয়ে আমি যতটুকু উপলব্ধি করতে পেরেছি যে ব্যক্তি এই পেজ বা আইডি খুলে সমাজের প্রতিষ্ঠিত মানুষের মান-সম্মান নিয়ে খেলছে সে কখনো কোন ভাল বংশে বা ভালো পরিবারে জন্ম নিতে পারেনা।

আমি খুব দ্রুত সময়ে এই কুচক্রী মহলের সঠিক তথ্য উৎঘাটন করে আইনের আশ্রয় নেব। পাশাপাশি এই ভূঁয়া, বানোয়াট ও বিভ্রান্তিকর আজগবী তথ্য নিয়ে প্রকাশিত সংবাদ নিয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি। সকলের উদ্দেশ্যে বলবো এই মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও জঘন্যতম সংবাদের আমি ও আমার পরিবার সদস্যরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবাদকারি
সাইদুল করিম


আরো খবর: