বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পেকুয়া ও কুতুবদিয়ায় বজ্রপাতে ৩ জেলের মৃত্যু

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১৯ জুন, ২০২২

কক্সবাজারের পেকুয়া ও কুতুবদিয়ায় পৃথক বজ্রপাতে ৩ জেলে নিহত হয়েছেন।

রবিবার (১৯ জুন) দুপুর ১২টার সময় এ ঘটনা ঘটে।

জানা যায়, দুপুর ১২টার সময় কুতুবদিয়ার উত্তর ধুরুং চুল্লার পাড়ায় দুই জেলে মারা যান। এসময় আরও একজন আহত হন।

নিহতরা হলেন- একই এলাকান জাকের উল্লাহর ছেলে ইমতিয়াজ (২৫) ও দক্ষিণ ধুরুং ইউনিয়নের ধুরুংকাঁচা গ্রামের ছাবের আহমদের ছেলে করিম (৩৫)।

প্রত‍্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, রবিবার সকাল থেকে জেলেরা সমুদ্র তীরে মাছ ধরার ট্রলার মেরামত করছিল। কিন্তু
দুপুর ১২ টার দিকে বোটের পাশেই বজ্রপাত ঘটে। এতে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।

উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে চিকিৎসক ডা. নেসার আহমেদ হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন।

অন্যদিকে একই সময় পেকুয়ার মগনামা ইউনিয়নের আব্দুল্লাহ পাড়াস্থ ভোলা খালে বজ্রপাতে আলী আহমদ (৫০) নামের এক জেলে নিহত হয়েছেন।

নিহত আলী আহমদ একই ইউপির ১নং ওয়ার্ডের শরতঘোনা এলাকার আহমদ হোসেনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মাহদুল করিম বলেন, আলী আহমদ প্রতিদিনের মতো মাছের পোনা শিকার করতে ভোলার খালে যায়। দুপুরে সে বজ্রপাতের শিকার হন। পরে তাকে নিটকস্থ একটি চিকিৎসাকেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আরো খবর: