কক্সবাজারের পেকুয়ায় বলাৎকারের অভিযোগে কারাবাস করা হাফেজখানার শিক্ষক মুজিবুর রহমানের মুক্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সিরাদিয়া বেড়িবাঁধ এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী।
মানববন্ধনে সিরাদিয়া ও মইয়্যাদিয়া এলাকার প্রায় দুইশজন নারী-পুরুষ অংশগ্রহণ করে। পাশাপাশি মুজিবুর রহমানের কিছু শিক্ষার্থীও অংশ নেয় এতে। মানববন্ধনে বক্তারা বলেন, হাফেজ মুজিবুর রহমান একজন নিষ্পাপ ছেলে। তাকে পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। যে ছেলেটিকে বলাৎকার করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে সে ছেলেটির চাচার সাথে শিক্ষক মুজিবরের একটা দ্বন্দ্ব ছিলো। সে দ্বন্ধের জেরে তাকে এমন ঘৃণ্যতম অভিযোগে ফাঁসানো হলো। কিছুদিন আগে হাফেজখানার এক শিক্ষার্থীর জন্য রাতে খাবার আনছিল তার মা। বাড়ি ফেরার পথে ওই মহিলাকে যে শিশুটিকে বলৎকার করার অভিযোগ উঠেছে তার চাচা শ্লীলতাহানির চেষ্টা করে। বিষয়টি হাফেজ মুজিব প্রতিবাদ করে। এতে তার প্রতি ক্ষেপে যান। তাই পরিকল্পিতভাবে তার ভাতিজাকে দিয়ে শিক্ষক মুজিবকে ফাঁসিয়েছে।
মুজিবরের এক শিক্ষার্থী বলেন, আমাদের হুজুর এমন না। তিনি আমাদের হাফেজখানার সকল শিক্ষার্থীদের পরম যত্নে পাঠদান করান। এটি একটি মিথ্যা অভিযোগ।
মানববন্ধন শেষে এলাকাবাসী ও হাফেজখানার শিক্ষার্থীরা শিক্ষক মুজিবুর রহমানের মুক্তির দাবীতে প্রতিবাদ মিছিল করেন। মিছিলটি সিরাদিয়া স্কুল সংলগ্ন বেড়িবাঁধ থেকে শুরু হয়ে হাফেজখানায় গিয়ে শেষ হয়।
উল্লেখ্য ২০ এপ্রিল রাতে সিরাদিয়া ইমাম হোছাইন (র) হাফেজখানার শিক্ষক মুজিবুর রহমান তাঁর এক শিক্ষার্থীকে বলাৎকার করার অভিযোগ উঠে। এব্যাপারে ভুক্তভোগী পরিবার ২৩ এপ্রিল পেকুয়া থানায় লিখিত অভিযোগ দিলে সে রাতেই পুলিশ শিক্ষক মুজিবুর রহমানকে গ্রেফতার করে। পরের দিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।