সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পেকুয়ায় হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১২ জুন, ২০২২

পেকুয়ায় পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার পলাতক ২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার রাতে পৃথক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

ধৃত আসামিরা হলেন- উপজেলার মগনামা ইউনিয়নের সাতঘর পাড়ার আবদুল মালেকের ছেলে ও আলোচিত জয়নাল হত্যা মামলার এজাহার নামীয় আসামি জিয়াউর রহমান (২৮) ও অপর একটি হত্যা মামলার আসামি পেকুয়া সদর ইউনিয়নের শেখের কিল্লা ঘোনার বশির আহমদের ছেলে মো. হানিফ (৩০)।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরহাদ আলী বলেন, ধৃত আসামি জিয়াউর রহমানের বিরুদ্ধে হত্যা, মানব পাচার, বিস্ফোরকসহ ৬টি মামলা রয়েছে।

হানিফের বিরুদ্ধে ২০১৭ সালের একটি হত্যা মামলায় ওয়ারেন্ট ছিল। আসামিদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।


আরো খবর: