শিরোনাম ::
কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু উখিয়ার শিক্ষক ইকবাল হত্যার ঘটনায় আটক-১ “নদী ভাঙ্গন ঠেকাও,কোনাখালী বাসীকে বাঁচাও” কক্সবাজারে তরুণদের দক্ষতা উন্নয়নে জেপিটিটিসি’র হাউসকিপিং-প্লাম্বিং ট্রেনিংয়ের উদ্বোধন উখিয়ার সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম-দুর্নীতি! ঈদগাঁওতে বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত সৌদি আরবে গ্যাস বিস্ফোরণে রামুর দুই যুবকের মৃত্যু, স্বজনদের আহাজারি
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৩:০১ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পেকুয়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীর ধর্ষণ মামলা!

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি ::

কক্সবাজারের পেকুয়ায় স্বামীর বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা করেছে স্ত্রী। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী মো.আরকানকে (২২) গত ১০ ফেব্রুয়ারি গ্রেপ্তার করেছে। ওইদিন সকালে রিমা আক্তার বাদী হয়ে পেকুয়া থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তার আরকান উপজেলার টইটং ইউনিয়নের ধনিয়াকাটা আবদুল্লাহ পাড়ার জাকের হোছাইনের ছেলে।

জানাগেছে, গত দু’বছর ধরে আবদুল্লাহ পাড়ার জাকের হোসাইনের ছেলে মো.আরকান ও প্রতিবেশী মৃত রুহুল কাদের এর মেয়ে চকরিয়া সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী রিমা আক্তারের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দু’মাস আগে রিমা আক্তার ও আরকান পালিয়ে বিয়ে করেন। নোটারী পাবলিক চট্টগ্রামে হলফনামামুলে বিয়ে সম্পন্ন করেন। তবে বিয়ের বিষয়টি দু’পক্ষের অভিভাবকরা অবগত ছিলনা। আরকান চট্টগ্রাম শহরে একটি দোকানে চাকুরি করেন। বিয়ের পর থেকে তাঁরা চট্টগ্রামে ভাড়া বাসায় থেকে বসবাস করছিলেন। নোটারী পাবলিক চট্টগ্রামে হাজির হয়ে তারা হলফনামামূলে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে ২০২৪ সালের ২৪ ডিসেম্বর তারা চট্টগ্রামের লোহাগাড়ায় নিকাহ রেজিষ্ট্রার কার্যালয়ে গিয়ে কাবিননামা সম্পাদন করে।
বিয়ের কাবিননামায় দেখা গেছে কনের বড় ভাই মো.মানিক স্বাক্ষী হিসেবে স্বাক্ষর করেছে।

আরকানের মা উম্মে সালমা জানান, সম্প্রতি আরকান ও রিমা আক্তারের সংসারে টানা পোড়ন দেখা দিয়েছে। দু’পরিবারের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করেছে। বিরোধ নিষ্পত্তির জন্য ধনিয়াকাটা বাজারে কয়েক দফা বৈঠক হলেও বিরোধ নিষ্পত্তি হয়নি। সোমবার সকালে পুলিশ আরকানকে ধরে নিয়ে যায়। পরে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠান।
ঘটনা ও মামলা কাল্পনিক। মেয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়ে চট্টগ্রাম শহরে আমার ছেলেকে বিয়ে করেছে।
স্থানীয় যুবদল নেতা মোহাম্মদ আজমগীর বলেন, আমরা অন্তত পাঁচবার শালিসি বৈঠকে বসেছি। বিষয়টি মামলা হওয়ার পর্যায়ে যায়নি। তারাতো স্বামী-স্ত্রী। কাবিন হয়েছে। বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে মূলত দুপক্ষের দ্বন্ধ। আমরা ৫ দফা বৈঠক করেছি। জেনেছি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

এ ব্যাপারে রিমা আক্তারের বড় ভাই মানিক জানান, বিয়ের বিষয়ে আমি কিছুই জানিনা। রিমার এখনো বিয়ের বয়স হয়নি। লোহাগাড়ার নিকাহ রেজিষ্টার আবির আহমদ জানান, বিয়ে আমার এখানে হয়েছে। বিয়ের বয়স ৬ কম আছে। বয়স পূর্ণ হলে রেজিষ্টারে রেকর্ড হবে। তবে বিয়েতো সঠিক।

পেকুয়া থানার এসআই রুহুল আমিন জানান, বয়স কম আছে। মেয়েটি ক্ষতিগ্রস্ত দাবী করছে নিজকে। তাইতো মামলা হয়েছে।

###


আরো খবর: