শিরোনাম ::
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আইসিসির প্রধান প্রসিকিউটর, “মিয়ানমারের বিরূদ্ধে মামলায় অগ্রগতি হচ্ছে” কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার টেকনাফের ২ মাদক ব্যবসায়ীকে দশ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার ভুয়া কাগজে ‘ভোটার হতে গিয়ে’ ৪ রোহিঙ্গা গ্রেপ্তার নাফনদীতে ফেলে যাওয়া ব্যাগ থেকে আড়াই লাখ ইয়াবা উদ্ধার টেকনাফে মাছ ক্রয় করতে আসা অপহৃত দুই রোহিঙ্গা উদ্ধার, গ্রেফতার-৩ চকরিয়ায় পর্নোগ্রাফি আইনে দুইজন বিভিন্ন মামলায় ৭ আসামি গ্রেফতার চকরিয়ায় রান্নাঘরের গ্যাসের চুলার আগুনে পুড়ে ছাই বসতবাড়ি কসবা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী আহত, পতাকা বৈঠক রিমান্ড শেষে সাবেক মন্ত্রী কামরুল ও এমপি জ্যাকব কারাগারে
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১:২৫ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পেকুয়ায় স্কুল ছাত্রী সুমি অপহৃত

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ৭ মে, ২০২২

নিজস্ব প্রতিবেদক, পেকুয়া:

কক্সবাজারের পেকুয়ায় সুমি আক্তার নামের ১৩ বছর বয়সী এক স্কুল ছাত্রী অপহৃত হয়েছে। গভীর রাতে নানার বাড়ি থেকে ওই ছাত্রীকে অপহরণ করা হয়েছে বলে তার পারিবারিক সুত্র নিশ্চিত করেছে।

৩ মে (সোমবার) ঈদুল ফিতরের পূর্বদিন রাতেই তাকে অপহরণ করা হয়েছে। সুমি আক্তার উপজেলার সদর ইউনিয়নের জালিয়াখালী গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে ও জালিয়াখালী আইডিয়েল স্কুলের ৭ম শ্রেনীর মেধাবী ছাত্রী।

স্থানীয় সুত্র জানান, সুমি আক্তার নিজ বাড়ি জালিয়াখালী থেকে মগকাটায় নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল। ঈদের পূর্বদিন সোমবার (৩ মে) রাত ১২ টার দিকে তাকে অপহরণ করা হয়েছে। সুমির পিতা গিয়াস উদ্দিন জানান, আমার মেয়েকে কয়েকজন মিলে রাতে তার নানার বাড়ি থেকে অপহরণ করে। মগকাটা গ্রামের হারুনুর রশিদের পুত্র মো: ফারুক নামের এক বখাটে আমার মেয়েকে প্রায় সময় স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করতো। ফারুক একজন দুর্দান্ত বখাটে। মগকাটা ও জালিয়াখালী কেন্দ্র্রিক একাধিক কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। ফারুক কিশোর গ্যাংয়ের গ্যাং লিডার। ওই দিন গভীর রাতে বখাটে ফারুকই আমার মেয়েকে নানার বাড়ি থেকে জোরপূর্বক অপহরণ করে। মেয়েটিকে ধস্তাধস্তি করে গাড়ীতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। খবর পেয়ে আমি আমার শাশুড় বাড়িতে গিয়েছিলাম। এরপর জানিতে পারি আমার মেয়ে সুমি আক্তারকে অপহরণের সময় ফারুককে সহযোগিতা করছিলেন আরো কয়েকজন।

মগকাটার জাফর আলমের পুত্র জাকের হোসেন ফকির, তার ভাই আমির হোসেনসহ অজ্ঞাত আরো কয়েকজন ওই কাজে বখাটে ফারুককে সহায়তা করে। স্থানীয়রা জানান, সুমি আক্তার জালিয়াখালী আইডিয়েল স্কুলের ৭ম শ্রেনীতে পড়ে। তার রোল নং ০৩। ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় ২০১৯ সালে মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে। জালিয়াখালী হেদায়তুল উলুম দাখিল মাদ্রাসা থেকে পিএসসিতে জিপিএ-৫ পেয়েছিল। মেয়েটি অত্যন্ত মেধাবী। মেয়ের মা হামিদা বেগম জানান, আমার গর্বের ধনটুকুকে বখাটে অপহরণ করেছে। আমি আমার ছোট্ট মা মণিকে উদ্ধার পেতে চাই। আমার মেয়ে কি অবস্থায় আছে জানিনা। আমার স্বামী দরিদ্র। তবে মেয়েকে নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। আমি আমার মেয়েকে পড়ালেখা শেখাতে চাই। কিন্তু কোন বখাটে তার শিক্ষার দ্বীপশিখা নিভে দিবে তা হতে পারেনা। মাননীয় স্বারাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে নিবেদন করছি আমার মেয়ের জীবন বাঁচাতে আপনারা এগিয়ে আসুন। অনুসন্ধানে দেখা গেছে, সুমি আক্তারের বয়স ১৩ বছর। জন্মনিবন্ধন সনদে তার জন্ম তারিখ ১ ফেব্রুয়ারী ২০০৮ ইং। সুমি আক্তারের মা হামিদা বেগম আরো জানান, আমার মেয়েকে বখাটে ফারুক অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। ঈদের একদিন আগে থেকে মেয়ে অপহরণ হয়েছে। অপহরণের ৫ দিন অতিবাহিত হয়েছে। কিন্তু মেয়ে এখনো জিম্মীদশায় আছে। আমার মনে হচ্ছে আমার মেয়েকে ওই বখাটে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেছে। ইজ্জত ও সম্ভ্রম লুন্ঠন করেছে। আমার মেয়ে এখনো অপ্রাপ্ত বয়ষ্ক। মেয়েকে আমি ফেরত চাই এবং ধর্ষণকারী ও ইভটিজার ফারুককে দ্রুত আইনের আওতায় আনতে হবে। তাকে যারা সহযোগিতা করেছে আমি এদেরও শাস্তি চাই। এ ব্যাপারে জালিয়াখালী আইডিয়েল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মাও: হাসান রব্বানী জানান, বিষয়টি আমাকেও জানানো হয়েছে। মেয়ের বাবা আমাদের কাছ থেকে এ বিষয়ে সহযোগিতা চেয়েছেন। যেহেতু মেয়েটি এখনো শিশু। আমাদের প্রতিষ্ঠানের নিয়মিত মেধাবী ছাত্রী। ৭ম শ্রেণীতে পড়ে। পিএসসিতে জিপিএ-৫ পেয়েছিল। সে যেভাবে অধ্যবসায় করে আমার মনে হচ্ছে জেএসসিতে মেয়েটি সম্মিলিত মেধা তালিকায় উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমিও প্রশাসন ও বিবেকবান ব্যক্তিবর্গকে আহবান করবো এ ধরনের মেধাবীদের শিক্ষা জীবন থেমে দেয়া যায়না। মেয়েটি সমগ্র দেশের সম্পদ। তাই আমি দ্রুত সময়ে মেয়েটিকে উদ্ধার করে স্কুলে ফেরানোর সহযোগিতা করার প্রত্যাশা রাখছি। পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ক্ষতিগ্রস্তদের থানায় পাঠিয়ে দেন। অবশ্যই পুলিশ এ ব্যাপারে সর্বোচ্চ সহযেগিতা ও আইগত দ্রুত পদক্ষেপ নিবে।


আরো খবর: