শিরোনাম ::
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:০১ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পেকুয়ায় সালাহ উদ্দিন আহমদ আগমনে টইটংয়ে প্রস্তুতি সভা

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

নাজিম উদ্দিন,পেকুয়া::

জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ আগামি ২৮ আগস্ট নিজ এলাকা আগমনে কক্সবাজারের পেকুয়ায় টইটং ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে৷

রবিবার( ২৪ আগস্ট) বিকেলে টইটং উচ্চ বিদালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

টইটং ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার জয়নাল আবেদীনের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক এস এম ইমন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জড.এম মোসলেম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুজিবুল হক চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, টইটং ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক মো.ইসমাইল বাহার, নুর আহমদ নূরী, আকতার আহমদ, উপজেলা যুবদলের সহ সভাপতি শাহাদাত হোছাইন চৌধুরী, টইটং ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শাহজাহান ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলমগীর।

এসময় উপস্থিত ছিলেন, টইটং ইউনিয়ন কৃষকদলের সভাপতি রুহুল কাদের, সাংগঠনিক সম্পাদক
নুরুল আলম নয়ন, সহ সাধারণ সম্পাদক আনিস, রেজাউল আজিম, তৌহিদুল ইসলাম মো.জুনাইদ,সাইদুল মোস্তাকিম বাবুসহ ছাত্রদল, যুবদল,ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

সভায় বক্তরা বলেন, ফ্যাসিবাদী সরকারের আয়নাঘরে বন্দি রাখার পর ভারতের মেঘালয়ে রেখে আসে আমাদের নেতা সালাহ উদ্দিন আহমদকে। সেখানে দীর্ঘ ৯বছর নির্বাসিত জীবন শেষ করে দেশে ফিরে আসেন। আগামী ২৮আগস্ট আমাদের সকলের প্রিয় নেতাকে পেকুয়ায় বীরের বেশে বরণ করে নেয়া হবে। হাজার হাজার দলীয় নেতাকর্মী ছাড়াও স্থানীয় এলাকাবাসী অধীর অপেক্ষায় আছে তাদের প্রিয় নেতাকে বরণ করে নিতে। ইতিমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। সুশৃঙ্খলভাবে আমাদের টইটং সকল স্তরের নেতা কর্মীসহ সাধারনজনগণ সংবর্ধনার মাধ্যমে নেতাকে বরণ করবে।


আরো খবর: