শিরোনাম ::
কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু উখিয়ার শিক্ষক ইকবাল হত্যার ঘটনায় আটক-১ “নদী ভাঙ্গন ঠেকাও,কোনাখালী বাসীকে বাঁচাও” কক্সবাজারে তরুণদের দক্ষতা উন্নয়নে জেপিটিটিসি’র হাউসকিপিং-প্লাম্বিং ট্রেনিংয়ের উদ্বোধন উখিয়ার সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম-দুর্নীতি! ঈদগাঁওতে বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত সৌদি আরবে গ্যাস বিস্ফোরণে রামুর দুই যুবকের মৃত্যু, স্বজনদের আহাজারি
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৭:৫৯ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পেকুয়ায় শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে দুই যুবকের কারাদণ্ড

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি ::
আপডেট: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

কক্সবাজারের পেকুয়ায় এক মাদরাসা শিক্ষার্থীকে ইভটিজিং ও গণ উপদ্রবের দায়ে দুই যুবককে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম। বৃহস্পতিবার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট বসিয়ে এ কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার মগনামা ইউনিয়নের পশ্চিমকূল এলাকার আবুল হোছনের ছেলে মো. ইলিয়াছ (৩২) ও আবু তাহেরের ছেলে মো. আমজাদ (২২)। এরমধ্যে ইলিমাছকে ১০দিন ও আমজাদকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, এক মাদরাসা শিক্ষার্থীকে অভিযুক্ত দুই আসামী দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া গত ২৬ মে ভুক্তভোগী শিক্ষার্থীকে মাদরাসা থেকে বাড়ি যাওয়ার পথে আসামীগণ অশালীন আচরণ ও টানাহেঁচড়া করে। বৃহস্পতিবার শুনানি ও সাক্ষীদের জবানবন্দিতে তা প্রমাণিত হওয়ায় এক আসামীকে ১০দিন ও অপর আসামীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। নারীদের উত্যক্ত করা প্রতিরোধে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ বলেন, মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত দুই আসামীকে থানার হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল তাঁদের কারাগারে পাঠানো হবে।


আরো খবর: