শিরোনাম ::
বৈরুতে আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় নিহত ১৫ পরীমণির প্রয়াত প্রথম স্বামী, কে এই ইসমাইল? চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছে বছরে ৪ বিলিয়ন ডলার খুনিদের গোড়া থেকে নির্মূল না করলে আবার ষড়যন্ত্র করবে রোহিঙ্গা তরুণদের ‘ইয়ুথ মুভমেন্ট ফর আরাকান’ এ স্বদেশ ফেরার আকুতি বাংলাদেশের তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করতে আগ্রহী বিশ্বব্যাংক চকরিয়ায় মহাসড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত চকরিয়া পেকুয়ার প্রবাসি রেমিট্যান্স যোদ্ধাদের নিরাপদ অভিবাসন নিশ্চিতকল্পে হেল্পডেক্স চালু সাগরে মাছ ধরতে গিয়ে ২৩ দিন ধরে নিখোঁজ চকরিয়ার সাহারবিলের জেলে কমল সেন নায়িকা পরীমণির প্রথম স্বামী নিহত: যা জানালো পুলিশ
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৪৮ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পেকুয়ায় শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে দুই যুবকের কারাদণ্ড

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি ::
আপডেট: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

কক্সবাজারের পেকুয়ায় এক মাদরাসা শিক্ষার্থীকে ইভটিজিং ও গণ উপদ্রবের দায়ে দুই যুবককে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম। বৃহস্পতিবার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট বসিয়ে এ কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার মগনামা ইউনিয়নের পশ্চিমকূল এলাকার আবুল হোছনের ছেলে মো. ইলিয়াছ (৩২) ও আবু তাহেরের ছেলে মো. আমজাদ (২২)। এরমধ্যে ইলিমাছকে ১০দিন ও আমজাদকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, এক মাদরাসা শিক্ষার্থীকে অভিযুক্ত দুই আসামী দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া গত ২৬ মে ভুক্তভোগী শিক্ষার্থীকে মাদরাসা থেকে বাড়ি যাওয়ার পথে আসামীগণ অশালীন আচরণ ও টানাহেঁচড়া করে। বৃহস্পতিবার শুনানি ও সাক্ষীদের জবানবন্দিতে তা প্রমাণিত হওয়ায় এক আসামীকে ১০দিন ও অপর আসামীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। নারীদের উত্যক্ত করা প্রতিরোধে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ বলেন, মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত দুই আসামীকে থানার হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল তাঁদের কারাগারে পাঠানো হবে।


আরো খবর: