শিরোনাম ::
খালেদা জিয়ার চিকিৎসক প্যাট্রিক কেনেডি সম্পর্কে যা জানা গেল প্রস্তুত না হওয়ায় আগামীকাল কেরানীগঞ্জ কারাগারে বসছে না বিডিআর মামলার কোর্ট অধ্যাপক প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া ১৮০ কিমি গতিতে চুরমার অজিত কুমারের গাড়ি, কেমন আছেন নায়ক? নারীর শারীরিক গঠন নিয়ে মন্তব্যও যৌন হয়রানি নারী উদ্যোক্তাদের ঋণ পরিশোধে ১% প্রণোদনা অব্যাহত রেখেছে কেন্দ্রীয় ব্যাংক ইসরাইলি বোমার ভয়ে তাঁবুর ভেতর গর্ত খুঁড়ে থাকছে গাজাবাসী পাঠ্যপুস্তকের বিতর্ক নিরসনে গুরুত্ব দেয়া হয়েছে কুয়েত সফরে জামায়াত আমির শফিকুর রহমান কানাডাকে যুক্ত করে এবার যুক্তরাষ্ট্রের মানচিত্র শেয়ার করলেন ট্রাম্প
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০১:৫০ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পেকুয়ায় শিক্ষক হত্যাকান্ডে আরও এক আসামির ৫দিনের রিমান্ড

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি::

কক্সবাজারের পেকুয়ায় সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আরিফ (৪৭) হত্যাকাণ্ডের ঘটনায় মোহাম্মদ হানিফ (৩৪) নামের আরও এক আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ হাকিম প্রবাল চক্রবর্তী আটককৃত আসামির রিমান্ড মঞ্জুর করেন। মোহাম্মদ হানিফ সদর ইউনিয়নের শেখেরকিল্লা ঘোনা এলাকার আমির হোসেনের ছেলে বলে জানা গেছে।

এর আগে পেকুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম নামের অপর এক আসামিকেও পাঁচ দিনের রিমান্ড দিয়েছিলেন আদালত।

এখন পর্যন্ত শিক্ষক হত্যাকান্ডে চারজন আসামি গ্রেফতার আছেন বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রুহুল আমিন। এ হত্যাকান্ডের সাথে জড়িত অন্যান্য আসামিদেরও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর বিকেলে পেকুয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আরিফ অপহরণের শিকার ১১ অক্টোবর বাড়ির পাশের পরিত্যক্ত পুকুরে শিক্ষক আরিফের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। স্কুল শিক্ষক আরিফ সদর ইউনিয়নের আন্নর আলী মাতবর পাড়ার মৃত মাস্টার বজল আহমদের ছেলে। জমি জমা সংক্রান্ত বিরোধে জেরে শিক্ষক আরিফকে অপহরণ পরবর্তী খুন করা হয়েছে বলে জানাগেছে।
###


আরো খবর: