শিরোনাম ::
কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু উখিয়ার শিক্ষক ইকবাল হত্যার ঘটনায় আটক-১ “নদী ভাঙ্গন ঠেকাও,কোনাখালী বাসীকে বাঁচাও” কক্সবাজারে তরুণদের দক্ষতা উন্নয়নে জেপিটিটিসি’র হাউসকিপিং-প্লাম্বিং ট্রেনিংয়ের উদ্বোধন উখিয়ার সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম-দুর্নীতি! ঈদগাঁওতে বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত সৌদি আরবে গ্যাস বিস্ফোরণে রামুর দুই যুবকের মৃত্যু, স্বজনদের আহাজারি
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:৫৩ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পেকুয়ায় মাতামুহুরী নদী থেকে হাত-পা বাঁধা টমটম চালকের লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি;:

হাত-পা বাঁধা অবস্থায় কক্সবাজারের পেকুয়ায় মাতামুহুরি নদী থেকে মুহাম্মদ মুজিব (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১টার দিকে পেকুয়া থানা পুলিশ উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা মোরারপাড়া এলাকায় নদীর চর থেকে তার লাশ উদ্ধার করে। মুজিব চকরিয়া উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সিকদার পাড়া এলাকার ওমান প্রবাসী মোহাম্মদ আলীর ছেলে। পেশায় তিনি টমটম চালক।

জানাগেছে, মোরার পাড়া সকাল ১১টার দিকে মাতামুহুরি নদীর চরে কাঁদার ওপর লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। ততক্ষনে নদীতে জোয়ার আসা শুরু করে। পেকুয়া থানা পুলিশ ও নৌ পুলিশের সহায়তায় দুপুর ১টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। এসময় বেড়িবাঁধ থেকে একটি টমটম গাড়িও উদ্ধার করা হয়েছে।
নিহত মুজিবের চাচা জিয়াউর রহমান বলেন, মুজিব সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়িতে না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হয়। কিন্তু কোথাও তার খদিস মেলেনি। সকালে বিভিন্ন ফেসবুকে মাতামুহুরি নদীর চরে অজ্ঞাত ব্যক্তির লাশের খবর ছড়িয়ে পড়ে। পরে ফেসবুকের খবরের সুত্র ধরে মুজিবের লাশ সনাক্ত করি।
তিনি আরো বলেন, গত তিন মাস আগে ধার দেনা করে টমটম গাড়িটি ক্রয় করে। তার বাবা ওমানে থাকে। তবে পরিবারে অভাব অনটনের টানাপোড়েন চলছে। রিক্সা চালিয়ে পরিবারের খরচ চালাতেন মুজিব। তার ধারণা মুজিবকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয় দুষ্কৃতিকারীরা। অটোরিকশাটি বেড়িবাঁধের উপর পাওয়া গেছে। তবে ব্যাটারী খোলে নিয়ে গেছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, লাশ নৌ পুলিশ নিয়ে গেছ। আমরা তাদের কেবলমাত্র সহায়তা করেছি। লাশের হাত-পা বাঁধা ছিল।


আরো খবর: