পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি::
কক্সবাজারের পেকুয়া কলেজ গেইট চৌমুহনীতে একটি ব্যবসা প্রতিষ্ঠানে পরিকল্পিত হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এসময় ব্যবসায়ীকে পিটিয়ে নগদ ১০ লক্ষ টাকা লুট করেছে বলে জানান ওই ব্যবসায়ী। এদিকে দোকানে ঢুকে ব্যবসায়ীকে পিটিয়ে টাকা লুটের ঘটনার প্রতিবাদে মানববন্ধ কর্মসূচী পালন করেছে ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৩টায় কলেজ গেইট চৌমুহনী ব্যবসায়ী সমিতির ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূতিতে ব্যবসায়ী ছাড়াও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নিয়ে সংহতি জানান।
জানাগেছে, বুধবার ইফতারের আগ মুহুর্তে পেকুয়া কলেজ গেইট চৌমুহনী স্টেশনে ‘মেসার্স বিছমিল্লাহ এন্টারপ্রাইজ’ নামের একটি গ্যাস সিলিন্ডার ও তেলের দোকানে পরিকল্পিত হামলা চালায় একদল দূর্বৃত্ত। এসময় তাঁরা দোকানের মালিক রিয়াজ উদ্দিনকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে দোকানের ক্যাশ থেকে ১০ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।
পরে ব্যবসায়ী ও লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা বীরদর্পে পালিয়ে যায়। এদিকে পেকুয়া থানা থেকে তিনশো গজের মধ্যে ব্যস্ততম বাণিজ্যিক স্টশনে সন্ত্রাসী কায়দায় ব্যবসায়ীকে মারধর ও টাকা লুটের ঘটনায় ক্ষোভ জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা দ্রুত সময়ে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেছেন। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন চৌমুহনী ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল আজিম, সেক্রেটারী হেলাল উদ্দিন সিদ্দিকী, সাবেক সেক্রেটারী নেজাম উদ্দিন,সদস্য আবু তালেব, পেকুয়া সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান চৌধুরী প্রমূখ।
###