পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় ৯শত কৃষকদের মাঝে উন্নত বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে পেকুয়া উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব সার ও বীজ বিতরণ করা হয়।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুল করিম, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন সুলতানা। স্বগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো.রাসেল।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশ সরকার কৃষি বান্ধব সরকার। কৃষিকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে গ্রহণ করেছে সরকার। কৃষিতে যাতে ফলন বেশী হয় সে জন্য সরকারের পক্ষ থেকে উচ্চ ফলনশীল বীজ ও উন্নতমানের সার বিতরণ করা হচ্ছে। এতে করে কৃষক তাদের পরিশ্রমের সফলতা পেতে পারে।