বুধবার, ১২ মার্চ ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পেকুয়ায় বসতভিটার জায়গা দখল করতে বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি::

কক্সবাজারের পেকুয়ায় পৈত্রিক বসতভিটা থেকে বিতাড়িত করতে বড় ভাই, ভাবীসহ চার জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন আপন ছোট ভাই। উপজেলার মগনামা ইউনিয়নের পশ্চিমকূল এলাকায় এ ঘটনা ঘটে। ওই এলাকার হাবিব উল্লাহ বাদী হয়ে গত ৬ মার্চ পেকুয়া থানায় মামলাটি করেন। যার মামলা নং-০৭/২৫।

স্থানীয়রা জানান,পশ্চিমকূল এলাকার মৃত আবদুল খালেকের পুত্র হাবিব উল্লাহ ও তাঁর বড় ভাই মোকতার হোসেন এর মধ্যে পৈত্রিক বসতভিটার জায়গা নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি দু’ভাইয়ের বিরোধ প্রকট আকার ধারণ করে। পৈত্রিক ভিটায় দু’ভাইয়ের যৌথ মালিকানায় একটি পাকা বাড়ি রয়েছে। সেখানে হাবিব উল্লাহ ও মোকতার হোসেন পরিবার নিয়ে পৃথকভাবে বসবাস করে আসছিলেন। সম্প্রতি পাকা বাড়ি থেকে মোকতার হোসেনকে বিতাড়িত করতে চায় ছোট ভাই হাবিব উল্লাহ।
স্থানীয় লোকজন বলেন, রমজানের প্রথম দিনে হাবিব উল্লাহ তাঁর ভাই মোকতার হোসেনের বসতঘরের দরজায় তালা ঝুলিয়ে দেয়। দরজায় তালা লাগানোর কারণে চারদিন মোকতার হোসেন বাড়িতে ঢুকতে পারেনি। নিরুপায় হয়ে পরিবার নিয়ে তিনি প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছেন। পৈত্রিক অংশে পাকা ঘর তৈরি করছিলেন মোকতার। এসময় হাবিব এসে বাঁধা দেয়। দু’ভাইয়ের মধ্যে বচসা হয়েছে। ধস্তাধস্তির এক পর্যায়ে হাবিব উল্লাহ মাটতে পড়ে গিয়ে টিনে সামান্য আঘাত পান। এ ঘটনাকে পুঁজি করে আপন বড় ভাই, ভাবী, ভাগিনাসহ চারজনকে আসামী করে মামলা করেন হাবিব। মুলত বসতভিটা থেকে উচ্ছেদ করতে ও জায়গা জবর দখল করতে তিলকে তাল বানিয়ে কাল্পনিক মামলা করে হয়রানি করছে। এখানে মামলা হওয়ার মতো ঘটনা ঘটেনি।

এ ব্যাপারে মোকতার হোসেন বলেন, ঘরের দরজায় তালা ঝুলিয়ে দিয়ে চারদিন ঢুকতে দেয়নি। বউ-বাচ্চা নিয়ে পরের ঘরে রমজান মাসে রাত কাটাতে হয়েছে। পাকা বাড়িটি দুজনের অর্থ দিয়ে নির্মাণ করেছি। এখন সে আমাকে বের করে দিয়ে নিজে ভোগ করছে। পৈত্রিক ভিটায় আমার অংশে ঘর নির্মাণ কাজ শুরু করি। নির্মাণ শ্রমিকেরা দুদিন কাজ করছে। হাবিব উল্লাহ এসে কাজ বন্ধ করে দেয়। শ্রমিকদের মারতে তেড়ে যায়। এক পর্যায়ে আমার সঙ্গে তাঁর বাকবিতন্ডা হয়। সামান্য ধস্তাধস্তি হয়েছে। আমি, আমার স্ত্রী নাছিমা আক্তার, ভাগিনা মো.ইলিয়াস ও রিয়াজ উদ্দিনকে আসামী করে মনগড়া ও কাল্পনিক মামলা করেছে। একমাত্র মাথাগুঁজার ঠাঁই ঘরটিও কেড়ে নিয়েছে। এখন পৈত্রিক বসতভিটার জায়গা জবর দখলের চেষ্টায় মেতেছে। উঠানে পলিথিন মোড়ানো টংঘরে বর্তমানে বসবাস করছি।
মামলার বাদি হাবিব উল্লাহ বলেন, আমার ঘরের সামনেই ঘর করছে বড় ভাই মোকতার। তাকে বলেছি পিছনের পুকুর ভরাট করে দিব। সেখানে ঘর করতে। কথা না শুনে উঠানে ঘর নির্মাণ কাজ শুরু করে। বাধা দিলে আমাকে কুপিয়ে জখম করে।

পেকুয়া থানার এসআই পল্লব কুমার ঘোষ বলেন, আমি ঘটনাস্থল গিয়েছি। তদন্ত চলমান আছে।

###


আরো খবর: