পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি::
কক্সবাজারের পেকুয়ায় ফসলি জমি থেকে মাটি (টপসয়েল) কাটার দায়ে তিনজনকে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ভ্রাম্যমান আদালত বসিয়ে বিভিন্ন মেয়াদে তাঁদের সাজা দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদী এলাকার রফিক আহমদের ছেলে মোহাম্মদ শহীদ (২৪), শিলখালী ইউনিয়নের আঁধারঘোনা এলাকার মৃত মো. নুরুচ্ছফার ছেলে মোহাম্মদ কাইসার (২৭) ও বারবাকিয়া ইউনিয়নের জসিম উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম (২৪)।
এদের মধ্যে শহীদকে ছয়মাস, কাইসারকে চার মাস ও আরিফুল ইসলামকে দুই মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।
জানাগেছে, শিলখালীতে কয়েকদিন ধরে ফসলি জমির উপরি অংশের মাটি (টপসয়েল) কেটে পাচার করছিল একটি মাটি খেকো সিন্ডিকেট। তারা দিন ও রাতে স্কেভেটর (মাটি কাটার বিশেষ যন্ত্র) দিয়ে মাটি কেটে ডাম্পার গাড়ি করে পাচার করে আসছিল।খবর পেয়ে সোমবার দিবাগত রাতে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের সাজা প্রদান করে।
এ ব্যাপারে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী বলেন, ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে শিলখালী ইউনিয়নের কাছারীমুরা এলাকায় গভীররাতে অভিযান পরিচালনা করি। এসময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর (৪) ধারায় তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। কোন অবস্থায় ফসলী জমি কিংবা খাস জমিতে অবৈধ মাটি খনন বা জমির শ্রেণী পরিবর্তন করতে দেওয়া হবে না।
###