শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:১৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পেকুয়ায় পাহাড় ধসে একই পরিবারের তিনজন নিহত

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি::

গত দুই দিনের টানা বর্ষণের কারণে কক্সবাজারের পেকুয়ায় পাহাড় ধসে একই পরিবারের তিনজন মারা গেছেন।

রবিবার ভোরের দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের সেগুনবাগিচা আঁধারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, একই এলাকার দুবাই প্রবাসী সরওয়ার কামালের স্ত্রী মমতাজ বেগম (৪০) মেয়ে ময়না আকতার (১২) ও নাতি আবু তোহা (৮)।

স্থানীয়দের বরাত দিয়ে নিহত মমতাজ বেগমের ভাই মো. ফয়সাল বলেন, সকালের দিকে প্রতিবেশীরা সরওয়ার আলমের বাড়ির একাংশ পাহাড়ের ধসে যাওয়া মাটির নিচে পড়ে থাকতে দেখে।

তৎক্ষনাৎ এলাকাবাসী ধসে যাওয়া বাড়ির দেওয়াল অপসারণ করে নিহতদের উদ্ধার করে। ওই সময় সেখান থেকে পরিবারের অন্য সদস্যকে আহত অবস্থায় করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছেন। পাশাপাশি পাহাড়ের পাদদেশে অবস্থানরত অন্যান্যদের নিরাপদ জায়গায় সরিয়ে নিতেও কাজ করা হচ্ছে।


আরো খবর: