পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি::
বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজারের পেকুয়া উপজেলা শাখার সেক্রেটারী ও পল্লী চিকিৎসক নুরুল কবির এর উপর পরিকল্পিত হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে সংগঠনটি। জামায়াতে ইসলামী টইটং ইউনিয়ন শাখার উদ্যোগে মঙ্গলবার দুপুর ২টার দিকে টইটং বাজারে মিছিল পরবর্তী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। টইটং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী জিয়াবুল হক শফিকী এর সঞ্চালনায়
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন টইটং ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আনছার উল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশন পেকুয়া উপজেলা সভাপতি হাসান শরীফ, জামায়েত নেতা মাওলানা মনজুর আলম, মাহফুজুর রহমান, নুরুল আলম, পেকুয়া উপজেলা ছাত্র শিবির এর সভাপতি শাহদাত হোসেন, টইটং ইউনিয়ন ছাত্র শিবির এর সভাপতি সাইফুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, জামায়াতে ইসলামী পেকুয়া উপজেলা সেক্রেটারী নুরুল কবির এর উপর সন্ত্রাসী হামলা হয়েছে। দুদিন পেরিয়ে গেছে। অথচ এ ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়নি প্রশাসন। ঘটনার সরেজমিন তদন্তও হয়নি। আমরা এ ঘটনার দ্রুত তদন্তসহ জড়িতদের গ্রেপ্তারের দাবী জানাচ্ছি। অন্যথায় জামায়েত পেকুয়া উপজেলায় রাজপথে থেকে এর কঠিন জবাব দেবে।
প্রসঙ্গত, গত রবিবার রাত সোয়া ১১টার দিকে শালিস বৈঠক শেষ করে বাড়ি ফেরার পথে টইটংয়ের বাজার পাড়ায় হামালার শিকার হন জামায়াত সেক্রেটারী নুরুল কবিব। মুখোশ পরিহিত দূর্বৃত্তরা তাকে হকিস্টিক দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।
###