শিরোনাম ::
উখিয়া-টেকনাফের চালের কার্ড অন্য জেলায় হস্তান্তরের পায়তারা, ফুঁসে উঠেছে এলাকাবাসী ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যা ও ভারতে বিতর্কিত ওয়াক্ফ বিল পাসের প্রতিবাদে রামুতে বিক্ষোভ মিছিল চকরিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষক-কর্মচারিদের কর্মবিরতি, চকরিয়ার মানিকপুরে সড়ক বনায়নের বিপুল গাছ কেটে লুটে নিয়ে যাচ্ছে দুবৃর্ত্তরা গাজায় গনহত্যা বন্ধের দাবিতে উত্তাল পেকুয়া কক্সবাজারে কেএফসিসহ ৫ রেঁস্তোরায় ভাঙচুর চকরিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, কর্মবিরতি সত্য প্রকাশই হোক গণমাধ্যমের একমাত্র অঙ্গিকার: কক্সবাজারে বিএফজেইউ মহাসচিব কাদের গনি চৌধুরী সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন ঈদগাঁওতে ট্রেনে কাটা পড়ে নিহত ১
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পেকুয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

নাজিম উদ্দিন,পেকুয়া::

কক্সবাজারের পেকুয়ায় রাজাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুলের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলা রাজাখালী ইউনিয়নের রাইবাপের পাড়া, আবরশাহ বাজর ও সবুজ বাজার সংলগ্ন এলাকায় পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত বক্তারা দাবী করেন, রাজাখালী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বাবুলের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করে হয়রানি করে যাচ্ছে প্রকৌশলী লুৎফর রহমান। ঘটনার দিন চেয়ারম্যান নজরুল ইসলাম রাস্তা মেরামতের কাজের তদারকি করতে গেলে উল্টো ধমক দেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরেট উপসহকারী প্রকৌশলী আবদুল আলীম। কথা-কাটাকাটি এক পর্যায়ে প্রকৌশলী আবদুল আলীম ইউপি চেয়ারম্যানকে ঘুষি দিয়ে মুখে আঘাত করে। পরে চেয়ারম্যানকে ফাঁসানোর জন্য হাসপাতালে ভর্তি হয়। চেয়ারম্যানকে আঘাত করে উল্টো বাদি হয়ে প্রকৌশলী লুৎফর রহমান পেকুয়া থানায় মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করে।

বক্তারা আরও বলেন, অতি শীগ্রই চেয়ারম্যানের বিরুদ্ধে দায়ের করা এই মিথ্যা ও ভিত্তিহীন মামলা প্রত্যাহার করা না হলে আরো কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। মিথ্যা মামলা প্রত্যাহারসহ উপসহকারী প্রকৌশলী আবদুল আলীমলের কঠোর শাস্তি,ঘুষখোর আলিমের অপসারণের দাবীও জানানো হয়। বক্তরা বলেন,বাবুল দুই বারের নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, আ’লীগ নেতা নাছির উদ্দীন, মো.সিরাজ, আহমদ শফি, গোলাম কাদের, নুরুল আলম, আজিম উদ্দিন, ছৈয়দ নুর, জহির উদ্দিন, আজিজ, নুরুল আলম, নুরুক কদের, আব্দুল জলিল, মুজিবুর রহমান, আব্বাস উদ্দিন, ইমাম উদ্দিন, গিয়াস উদ্দিন, কামাল, শফিউল আলম প্রমূখ।


আরো খবর: