শিরোনাম ::
পেকুয়ায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জনকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী
বুধবার, ১৪ মে ২০২৫, ০৪:১২ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পেকুয়ায় চুরির দায়ে মিশুক চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:

চোর সন্দেহে গভীর রাতে কক্সবাজারের পেকুয়ায় এক মিশুক চাললকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের সৈকত পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম নাজিম উদ্দিন (২৪) ওরফে গুরামিয়া। তিনি মেহেরনামা এলাকার আকতার আহমদের ছেলে। পেশায় তিনি মিশুক চালক।

জানা গেছে,শুক্রবার রাত আনুমানিক দুইটার দিকে সৈকত পাড়ার বাসিন্দা আমজাদ হোসেনের ব্যাটারিচালিত অটোরিক্সার ব্যাটারি চুরি করে নিয়ে যাচ্ছিল নাজিম উদ্দিন। এ সময় আমজাদ ও ছেলে রামিম দৌড়ে গিয়ে তাকে আটক করে। এসময় তাকে ব্যাপক মারধর করে। পরে নিহতের মা দিলদারা বেগমকে সংবাদ দিলে তিনি এসে তিনশত টাকার নন- জুডিসিয়াল (অলিখিত) স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে নাজিম উদ্দিন প্রকাশ গুরামিয়াকে তার জিম্মায় নিয়ে নেয়।

এদিকে নাজিম উদ্দিনের অবস্থা গুরুতর হলে রাতে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। কক্সবাজার সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সেখানে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পিতা আকতার আহমদ জানায়, আমার ছেলে কক্সবাজার শহরে টমটম চালায়। পুরো শরীরে মারধরের আঘাত রয়েছে। তারা আমার ছেলেকে নিষ্টুরভাবে পিটিয়ে হত্যা করেছে।
এদিকে মারধরের শিকার নাজিম উদ্দিন মারা যাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনায় জড়িত আমজাদ ও তার ছেলে রামিম এলাকা ছাড়া হয়েছে। বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেও এ বিষয়ে তাদের বক্তব্য নেওয়া যায়নি।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানায়, গুরামিয়া নামে একজন মারধরের শিকার হয়ে মারা গেছেন শুনেছি। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
###


আরো খবর: