শিরোনাম ::
কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু উখিয়ার শিক্ষক ইকবাল হত্যার ঘটনায় আটক-১ “নদী ভাঙ্গন ঠেকাও,কোনাখালী বাসীকে বাঁচাও” কক্সবাজারে তরুণদের দক্ষতা উন্নয়নে জেপিটিটিসি’র হাউসকিপিং-প্লাম্বিং ট্রেনিংয়ের উদ্বোধন উখিয়ার সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম-দুর্নীতি! ঈদগাঁওতে বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত সৌদি আরবে গ্যাস বিস্ফোরণে রামুর দুই যুবকের মৃত্যু, স্বজনদের আহাজারি
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:৩৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পেকুয়ায় গুলি করে ওসির বাড়ি থেকে গরু লুট

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ৩ মার্চ, ২০২৫

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি ::

কক্সবাজারের পেকুয়ায় গুলিবর্ষণ করে চট্টগ্রাম নগরীর চকবাজার থানার ওসির বাড়ি থেকে তিনটি গরু লুট করেছে গরু ডাকতেরা। রবিবার দিবাগত রাত সোয়া একটার দিকে ওসির গ্রামের বাড়ি পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের চড়াপাড়া সালাহ উদ্দিন ব্রিজ এলাকায় অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আহমদ কবির বাড়িতে এ ঘটনা ঘটে।
জানাগেছে, ওইদিন গভীররাতে মাষ্টার আহমদ কবিরের বাড়িতে গরু ডাকাতেরা হানা দেয়। বাড়ির একটু দূরে বানৌজা শেখ হাসিনা ঘাঁটি মহাসড়কে দাঁড়ানো ছিল বহনকারী পিকআপ। গরুর খামার থেকে তিনটি গরু গাড়িতে তুলে লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতেরা দুই রাউন্ড গুলি ছুঁড়ে দ্রুত পালিয়ে যায়।

ওসি জাহেদুল কবির এর ছোট ভাই মনিরুল কবির রাশেদ বলেন, বাড়িতে গরুর খামার রয়েছে। খামারের দেখাশুনা আমি করি। খামারে ছোট বড় ৮টি গরু আছে। রাতে ঘুমিয়ে পড়ি। আনুমানিক রাত সোয়া একটার দিকে পাশের বাড়ির এক ব্যক্তি মুঠোফোনে কল করে জানায় খামার থেকে গরু নিয়ে যাচ্ছে ডাকাতেরা। এসময় ঘর থেকে বের হলে দেখি সড়কের ওপর একটি কাটা পিকআপ। ওই পিকআপে গরু তুলছে। এসময় ডাকাত ডাকাত বলে সামনে এগিয়ে গেলে আমাকে লক্ষ্য করে পরপর দুরাউন্ড গুলি করে তিনটি গরু গাড়িতে তুলে নিয়ে যায়। গাড়িতে তুলতে না পারায় একটি গরু ফেলে যায়। লুটকৃত গরুর আনুমানিক মুল্য আড়াই লক্ষ টাকা হবে।

তিনি আরো বলেন, গরু লুট ও গুলি বর্ষণের বিষয়টি রাতে পুলিশকে জানানো হয়েছে।পুলিশ এসেছিল। গুলি ছোঁড়ার কারণে নিঃসংকোচে এবং বিনা বাধায় ডাকাতি শেষ করেন ডাকাতেরা।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) দূর্জয় বিশ্বাস বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি।
###


আরো খবর: