বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পেকুয়ায় গাড়ি পোড়ানো মামলায় ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জন খালাস

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি::

একটি গাড়ি পোড়ানো মামলায় কক্সবাজারের পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম বাহাদুর শাহ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের ৩৫জন আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

বুধবার (৩০অক্টোবর) কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি শুনানি হয়। শুনানি শেষে মামলা থেকে তাদের খালাস দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাইফুল এলাহীর আদালত।

তাদের আইনজীবী এস এম নুরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১৫ সালে পেকুয়ায় গাড়ি পোড়ানোর ঘটনায় ৩৫ জন বিএনপির নেতাকর্মীকে আসামী করা হয়। রাজনৈতিক প্রতিহিংসামূলক পেকুয়া থানার একটি মামলায় দীর্ঘ ১০বছর পর খালাস পেয়েছেন বিএনপির সভাপতি বাহাদুর শাহসহ ৩৫জন। মামলাটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক ছিল।

পেকুয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুজিবুল হক চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ২০১৫ সালে গাড়ি পোড়ানোর ঘটনায় মিথ্যা ও ভিত্তিহীনভাবে উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ সহ ৩৫জনের নামে মামলা দায়ের করেছিল। সেই মামলায় সব আসামী খালাস পেয়েছেন। বিএনপির পক্ষ থেকে শুকরিয়া জ্ঞাপন করছি।


আরো খবর: