পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি::
কক্সবাজারের পেকুয়ায় আনন্দ মিছিল করেছে গণঅধিকার পরিষদ। রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন ও প্রতীক বরাদ্দ পেয়েছে ভিপি নুরের নেতৃত্বাধীন এ নতুন দলটি। এতে করে গণঅধিকার পরিষদের উদ্যোগে আনন্দ মিছিল ও শুভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে পেকুয়া কলেজ গেইট চৌমুহনীতে সংগঠনের নেতা-কর্মীরা সড়কে আনন্দ মিছিল বের করে। যুব অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক শাহেদুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত আনন্দ মিছিলে সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শাহেদুল ইসলাম এমইউপি।
এ সময় উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক আবদুল হামিদ, গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম, সদস্য আনিছুর রহমান নাহিয়ান, ইয়াসিন, রাশেদুল ইসলাম, আজিজ, ইব্রাহীম, শওকতসহ আরো অনেকে।
###