বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পেকুয়ায় ইট দিয়ে মাথা ফাটালো শিক্ষিকার!

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি::

কক্সবাজারের পেকুয়ায় এবার ক্লাস চলাকালীন সময়ে মাদরাসায় ঢুকে শিক্ষিকাকে ইট দিয়ে আঘাত করে মাথা ফাটালেন এক বখাটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মঙ্গলবার (২৮ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গোঁয়াখালী উত্তর বটতলীয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষিকার নাম আনার কলি (১৯)। সে ছৈয়দ মুহাম্মদ নূরী স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার শিক্ষিকা।
মাদরাসার প্রধান শিক্ষক মো.আজিজুল হক বলেন, মাদরাসায় ক্লাস করছিল শিক্ষিকা আনার কলি। এ সময় অন্য শিক্ষকও মাদরাসায় ক্লাস নিচ্ছেন। হঠাৎ বটতলীয়াপাড়ার এয়ার মুহাম্মদের ছেলে বখাটে আকিব মাদরাসায় ঢুকে শিক্ষিকা আনার কলিকে মাথায় ইট দিয়ে আঘাত করে। এ সময় তার মাথা ফেটে যায়। তার চিৎকারে অন্য শিক্ষকরা এগিয়ে আসলে আকিব বীর দর্পে চলে যায়।

আহত শিক্ষিকা আনার কলি বলেন, আকিব মাদরাসা চলাকালীন সময়ে প্রায় সময় শিক্ষার্থীদের ডিস্ট্রাব করে। তাকে অনেকবার বারন করেছি। মাদরাসা চলাকালীন শ্রেনী কক্ষে ঢুকে ইট দিয়ে আমার মাথায় আঘাত করে।
স্থানীয়রা জানায়,আকিব একজন বখাটে ছেলে। কিশোর গ্যাং এ জড়িত। এদিকে শিক্ষিকার ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় ফুঁসে ওঠেছে স্থানীয়রা। তারা দ্রুত বখাটে আকিবকে আইনের আওতায় এনে শাস্তির দাবী করেছেন।
ইউপি সদস্য নুরুল আজিম বলেন,হামলার ঘটনা শুনেছি।


আরো খবর: