শিরোনাম ::
স্কুল শিক্ষার্থীদের অস্ত্র চালানোর প্রশিক্ষণ দিচ্ছে পোল্যান্ড চকরিয়ায় ৫ একর বনভূমি উদ্ধার চকরিয়ায় বিভিন্ন ইউনিয়নে টিসিবির পন্য বিক্রিতে অনিয়ম ও কারচুপির অভিযোগ চকরিয়ায় কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ উদ্বোধন, অংশ নিয়েছেন ৮০ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী দেশের সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল বাগেরহাটে সম্মেলন ঘিরে সংঘর্ষে আহত বিএনপি নেতার মৃত্যু যে কারণে ভেঙ্গেছিল ঐশ্বরিয়া ও রানীর বন্ধুত্ব মূল্যস্ফীতি নিয়ে ৫-৬ মাসের মধ্যে ভালো কিছুর প্রত্যাশা স্থানীয় নির্বাচন আগে চায় গণঅধিকার পরিষদ দোয়ার মাধ্যমে ২১শে ফেব্রুয়ারি পালনের আহ্বান জামায়াত আমিরের
শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পেকুয়ায় আত্মহত্যার প্ররোচনায় পুত্রবধূর বিরুদ্ধে শ্বশুরের মামলা

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি::

কক্সবাজারের পেকুয়ায় আত্মহত্যার প্ররোচনায় পুত্রবধূসহ ৩জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। লাশ উদ্ধারের তিনদিন পর ভিকটিমের পিতা বাদী হয়ে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত ১৭ ফেব্রুয়ারি নালিশি অভিযোগ দায়ের করেন। যার সিআর মামলা নং-৩৭৫/২৫। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আনোয়ারুল কবির ওই অভিযোগ আমলে নিয়ে অধিকতর তদন্তের পর পরবর্তী ধার্য্য তারিখের মধ্যে প্রতিবেদন প্রেরণের জন্য ওসি পেকুয়া থানাকে এর দায়িত্বভার ন্যস্ত করা হয়।

সুত্রে জানা গেছে,গত ১৩ ফ্রেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে মো.হারুন (২২) নামের এক টমটম চালক কীটনাশক পান করে আত্মহত্যা করে। খবর পেয়ে স্বজনরা তাকে মগনামা ইউনিয়নের নুইন্যার পাড়ার রেড ক্রিসেন্ট সাইক্লোন শেল্টার থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে দুপুর দেড়টার দিকে হারুন মারা যান। নিহত হারুন পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের মিয়াজি পাড়ার মো.নোমানের পুত্র। মামলার অভিযুক্তরা হলেন, নিহতের শ্বাশুড়ি বারবাকিয়া ইউপির সবজীবন পাড়ার মো.হেলাল উদ্দিনের স্ত্রী ফাতেমা বেগম (৩৮), নিহতের স্ত্রী হাদিয়া জান্নাত রিজা প্রকাশ নিশু (২১) ও নানা শ্বশুর একই এলাকার মৃত মফজল মিয়ার পুত্র মো.মনির (৫৮)।

মামলা সুত্রে জানা গেছে, প্রায় দুবছর আগে মো.হারুন ও বারবাকিয়া ইউনিয়নের সবজীবন পাড়ার হেলাল উদ্দিনের মেয়ে হাদিয়া জান্নাত রিজা প্রকাশ নিশুর বিয়ে হয়েছে। হারুন পেশায় টমটম চালক। বিয়ের পর কয়েক মাস হারুন স্ত্রীকে নিয়ে মগনামায় নিজ বাড়িতে থাকতেন। এক বছর সবজীবন পাড়ায় শ্বশুর বাড়িতে স্ত্রীকে নিয়ে ঘরজামাই থাকেন। পরিশ্রমের সঞ্চিত দুই লক্ষ টাকা শ্বাশুড়ির কাছে জমা রাখে। একটি নতুন টমটম খরিদ করতে জামানত রাখা দুই লক্ষ টাকা শ্বাশুড়ির কাছ থেকে ফেরত চান। এতে করে শ্বাশুড়ি ও মেয়ের জামাইর মধ্যে বাকবিতন্ডা হয়। টাকা ফেরত পেতে হারুন একাধিকবার ধরনা দিয়েছে। টাকা তো ফেরত দেয়নি বরং উল্টো মেয়ের জামাইকে অপদস্ত করা হয়েছে। টাকা না পেলে সে নিজে আত্মহত্যার করবেন এমন আল্টিমেটামও দিয়েছিলেন শ্বশুর বাড়িতে গিয়ে। স্ত্রী নিশু ও শ্বাশুড়ি মিলে হারুনকে লেনদেন সংক্রান্ত বিষয়ে চরমভাবে অপমান করে। এক পর্যায়ে ঘটনার দিন সকালে কারো অজান্তে বিষের বোতল নিয়ে নুইন্যার পাড়ার সাইক্লোন শেল্টারে গিয়ে বিষ পানে আত্মহত্যা করে। ওই ঘটনার তিনদিন পর পূত্রকে আত্মহত্যার প্ররোচিত করা হয়েছে এমন অভিযোগে নিহতের পিতা বাদী হয়ে পুত্রবধূসহ তিনজনের বিরুদ্ধে নালিশি অভিযোগ দেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, লাশ উদ্ধারের ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে। তদন্তের পরেই নালিশি অভিযোগের প্রতিবেদন আদালতে পাঠানো হবে।
###


আরো খবর: