শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পেকুয়ার সদর ইউনিয়নে ভাঙ্গারী ব্যবসায়ীকে আটকে টাকা-স্বীকারোক্তি আদায়ের অভিযোগ

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নে একদল সন্ত্রাসী মোহাম্মদ মিজানুর রহমান(৩৩) নামের এক ভাঙ্গারী ব্যবসায়ীকে দোকানের পিছনে আটকে রেখে টাকা ও স্বীকারেক্তি মূলক ভিডিও আদায় করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২১ এপ্রিল সন্ধ্যা ৭ টা থেকে রাত ১টা পর্যন্ত তাকে আটকে রেখে এ ঘটনা ঘটায়।
অভিযোগে জানা যায়, পেকুয়া সদর ইউনিয়নের নন্দীর পাড়ার মিজানুর রহমান(৩৩) একজন ভাঙ্গারী ব্যবসায়ী। তিনি গত ২১ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে ব্যবসায়ীক কাজে পেকুয়া চৌমুহুনী এলাকায় যায়। ওই সময় পেকুয়া সদর ইউনিয়নের বাইম্যাখালী এলাকার মোহাম্মদ মোকা প্রকাশ মোকাইয়ার নেতৃত্বে আরও বেশ কয়েজন যুবক মিজানুর রহমানকে জোরপূর্বক ধরে পেকুয়া চৌমুহুনীস্থ আলমগীরর দোকানে পিছনে আটকে রাখে। এদিন সন্ধ্যা ৭টার দিকে তাকে ধরে রাত ১টা পর্যন্ত আটকে রেখে তাকে বেদম মারধর করা হয়।
এসময়ে সন্ত্রাসী তাকে জাল টাকা ও ইয়াবা দিয়ে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে নগদ টাকা আদায় করে নেয়। ওই সময় সন্ত্রাসীরা সদর ইউনিয়নের ছিরাদিয়া এলাকার আবুল কাসেম বলির পুত্র আবদুল মান্নান জাল টাকার ব্যবসা করে মর্মে একটি মিথ্যা বানোয়াট স্বীকরোক্তি আদায় করে ভিড়িও করে। পরে ওই ভিড়িও ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে তার কাছ থেকেও মোটা অংকের টাকা দাবী করেছে।
ওই ব্যাপারে ভোক্তভোগি ছিরাদিয়ার যুবক আবদুল মান্নান জানান, তাকে টাকা দিয়ে না আসলে মিজান থেকে আদায় করা স্বীকারোক্তি মূলক ভিড়িওটি ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকি দিচ্ছে। এমনকি তাকে বিভিন্ন মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে।##


আরো খবর: