শিরোনাম ::
স্কুল শিক্ষার্থীদের অস্ত্র চালানোর প্রশিক্ষণ দিচ্ছে পোল্যান্ড চকরিয়ায় ৫ একর বনভূমি উদ্ধার চকরিয়ায় বিভিন্ন ইউনিয়নে টিসিবির পন্য বিক্রিতে অনিয়ম ও কারচুপির অভিযোগ চকরিয়ায় কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ উদ্বোধন, অংশ নিয়েছেন ৮০ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী দেশের সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল বাগেরহাটে সম্মেলন ঘিরে সংঘর্ষে আহত বিএনপি নেতার মৃত্যু যে কারণে ভেঙ্গেছিল ঐশ্বরিয়া ও রানীর বন্ধুত্ব মূল্যস্ফীতি নিয়ে ৫-৬ মাসের মধ্যে ভালো কিছুর প্রত্যাশা স্থানীয় নির্বাচন আগে চায় গণঅধিকার পরিষদ দোয়ার মাধ্যমে ২১শে ফেব্রুয়ারি পালনের আহ্বান জামায়াত আমিরের
শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পুলিশ কর্মকর্তা মোজাম্মেলের ৬৫ বিঘা জমি জব্দ, ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫




ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – পুলিশের অতিরিক্ত ডিআইজি গাজী মো. মোজাম্মেল হকের নামে থাকা ৬৫ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার স্ত্রী ফারজানা মোজাম্মেল ও সন্তান গাজী বুশরা তাবাসসুমের নামে থাকা বেশ কয়েকটি জমি জব্দেরও আদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, দুদকের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

মো. মোজাম্মেল হকের নামে থাকা ৬৫ বিঘা জমির দাম ২ কোটি ১৯ লাখ ৩২ হাজার টাকা দেখানো হয়েছে। এ ছাড়া তার স্ত্রী ফারজানা মোজাম্মেলের নামে থাকা দুই কোটি ৭৬ লাখ টাকা মূল্যের ১২টি দলিলের জমি ও সন্তান গাজী বুশরা তাবাসসুমের নামে থাকা ৭৯ লাখ ৮৩ হাজার টাকা মূল্যের ১০টি দলিলের জমি জব্দ করা হয়েছে। একইসঙ্গে তাদের নামে যে ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে সেসব হিসাবে ১৪ কোটি ৫৬ লাখ ৬৩ হাজার টাকা রয়েছে।

আবেদনে বলা হয়েছে, গাজী মো. মোজাম্মেল হক ও অন্যদের বিরুদ্ধে সরকারি চাকরীজীবী হয়েও অবৈধভাবে ব্রিজ ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যানসহ ৯টি প্রতিষ্ঠানের মালিকানা অর্জন, বাড়ি দখল, রিমান্ডে নির্যাতন করে জমি লিখে নেওয়া, অবৈধভাবে নদী ভরাট করে স্থাপনা নির্মাণ করেছেন। এভাবে তিনি নিজ নামে, তার স্ত্রী ফারজানা মোজাম্মেল ও সন্তান গাজী বুশরা তাবাসসুমমের নামে ৬৭টি ব্যাংক হিসাবে ৪৯৭ কোটি ৫৬ লাখ টাকা জমা করেন।

এর মধ্যে ৪৮৫ কোটি ২৬ লাখ টাকা উত্তোলন ও বর্তমানে ১৭ কোটি ২০ লাখ টাকা স্থিতি রয়েছে। অবৈধ আয় ব্যাংকিং চ্যানেলে অন্তর্ভুক্ত করে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধপূর্বক বিদেশে অর্থ পাঁচার এবং পরিবারের সদস্যেদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানকালে অভিযোগ গাজী মো. মোজাম্মেল হকেত নিজ নামে ও স্ত্রী এবং সন্তানদের নামে স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। সুষ্ঠু তদন্তের স্বার্থে স্থাবর জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।



আরো খবর: