শিরোনাম ::
কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু উখিয়ার শিক্ষক ইকবাল হত্যার ঘটনায় আটক-১ “নদী ভাঙ্গন ঠেকাও,কোনাখালী বাসীকে বাঁচাও” কক্সবাজারে তরুণদের দক্ষতা উন্নয়নে জেপিটিটিসি’র হাউসকিপিং-প্লাম্বিং ট্রেনিংয়ের উদ্বোধন উখিয়ার সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম-দুর্নীতি! ঈদগাঁওতে বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত সৌদি আরবে গ্যাস বিস্ফোরণে রামুর দুই যুবকের মৃত্যু, স্বজনদের আহাজারি
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পুলিশ আমাকে এক গ্লাস পানিও দেয়নি

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১৯ মার্চ, ২০২৩


ঢাকা, ১৮ মার্চ – জামিনে মুক্তি পেয়ে চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছেন, ‘গ্রেপ্তারের পর থেকে পুলিশ নানাভাবে মানসিক এবং শারীরিক নির্যাতন করেছে। আমি প্রেগন্যান্ট বলার পরেও পানি চাইলে প্রায় একঘণ্টা পানি দেয়নি। তবে কারাগারের ভেতরে জেলারসহ অন্যরা খুব মানবিক ছিলেন।’

শনিবার (১৮ মার্চ) কারাগার থেকে বেরিয়ে রাত ৮টার দিকে গাজীপুরের চৌরাস্তায় ফেরেশতা রেস্টুরেন্টের সামনে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

এ সময় মাহিয়া মাহি তার স্বামীর জমি সংক্রান্ত বিষয়ে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্ল্যা নজরুল ইসলামের বিতর্কিত ভূমিকা নিয়ে সমালোচনা করেন। তবে ফেসবুক লাইভে দেড় কটি টাকার বিষয়ে সঠিক ব্যাখ্যা দিতে পারেননি তিনি।

গণমাধ‌্যমকর্মীদের কাছে দুঃখ প্রকাশ করে চিত্রনায়িকা বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিয়ে লাইভ করার বিষয়টি উচিত হয়নি। দেয়ালে পিঠ থেকে যাওয়ার কারণেই এমনটা করেছি।’

সেই সঙ্গে তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, ‘আমার সঙ্গে যেমন আচরণ করা হয়েছে, রকিব সরকার (মাহির স্বামী) দেশে আসলে তাকে নানাভাবে নির্যাতন ও হয়রানি করা হবে।’

আইনের প্রতি শ্রদ্ধাশীল জানিয়ে মাহি বলেন, ‘আমি শুধু একজন ব্যক্তির (গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্ল্যা নজরুল ইসলাম) বিরুদ্ধে কথা বলেছি, পুরো পুলিশ বাহিনীর বিরুদ্ধে বলিনি। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যাইনি।’

সংবাদ সম্মেলনে তাদের বিরুদ্ধে হওয়া দুটি মামলার সুষ্ঠু তদন্তের দাবি জানান মাহি। সংবাদ সম্মেলনে তার আইনজীবী ও স্বজনরা উপস্থিত ছিলেন।

আইএ/ ১৮ মার্চ ২০২৩


আরো খবর: